এবারের বিশ্বকাপের শুরুটা মোটেই ভালো হয়নি আর্জেন্তিনার। সৌদি আরবের কাছে হেরে বিশ্বকাপ শুরু করে লিওনেল মেসি𓃲র দল। তবে বিশ্বকাপের শুরুতে যে ব্যর্থতার মুখে পড়েছিল আর্জেন্তিনা তা দেখে অনেকেই অবাক হয়েছিলেন। ফুটবলমহলে এমনও শোনা গিয়ে♑ছিল, আর্জেন্তিনা গ্রুপ পর্ব থেকেই বিদায় নেবে। আবার একাংশের মত ছিল, এই দলই ফাইনালে উঠবে। যারা ফাইনালে উঠবে বলে দাবি করেছিলেন, তাঁদের কথাই সঠিক প্রমাণিত হয়েছে। কাতার বিশ্বকাপে ফাইনালে জায়গা করে নিয়েছে মারাদোনার দেশ।
সুপার সানডেতে বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের মুখোমুখি হবে আর্জেন্তিনা। তার আগে নিজেদের প্রস্তুতিতে কোনও রকম খামতি রাখছেন না লিওনেল স্কালোনি। ফ্রান্সকে হারিয়ে মেসিকে ফেয়ারওয়েল দিতে চান আর্জেন্তাইন কোচ।𝓀 তবে বিশ্বকাপে গ্রুপ পর্বে যেভাবে অভিযান শুরু করেছিল আর্জেন্তিনা, সেখান থেকে দিন দিন যে উন্নতি হয়েছে ꦬতা নিজেই জনালেন দলের গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।
ফ্রান্সের বিরুদ্ধে নামার আগে মার্টিনেজ বলেন, 'এবারের বিশ্বকাপের শুরুটা মোটেই ভালো হয়নি আমাদের। সৌদি আরবের বিরুদ্ধে প্রথম ম্যাচেই হারতে হয়েছিল আমাদের। সেই সময় আমাদের ড্রেসিংরুমের পরিস্থিত ঠিক কী হয়েছিল, তা একমাত্র আমরাই জানতাম। সেই হারের ঘোর থেকে বেরিয়ে আসা খুব দরকার ছিল𒈔। এমনকি পরের ম্যাচেও আমাদের সেইভাবে দেখা যায়নি। কিন্তু তাও আমরা মেক্সিকোর বিরুদ্ধে ২ গোলে ম্যাচ জিতি। তবে এটা ঠিক, যেভাবে আমরা শুরু করেছিলাম এবং আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছি আমরা সেদিক থেকে দেখেত গেলে অনেকটাই উন্নত𓃲ি করেছি।'
এক আর্জেন্তাই সংবাদপত্রে মার🌌্টিনেজ আরও বলেছেন, 'গত ম্যাচে হাফ টাইমের সময় আমরা ঠিক করেছিলমা দ্বিতীয়ার্ধে আমরা ডিফেন্সিভ খেলব না। তাতে প্রতিপক্ষরা সুযোগ পেয়ে যাবে। কারণ তখনও ম্যাচ আমাদের আয়ত্বে আসেনি। নিজেদের উপর বিশ্বাস রেখেছিলাম আমরা। আর তাতে সফল হয়েছি। তব💝ে যাই হোক না কেন, সামনের লড়াইটা আরও কঠিন আমাদের জন্য। ফাইনালে কেউ এক ইঞ্চি জমিও ছেড়ে কথা বলবে না। ফলে ম্যাচটা দুই দলের কাছেই কঠিন হবে। তবে আমরা জানি বিশ্বকাপ ফাইনালের গুরুত্ব কতটা। ফলে এই ম্যাচের জন্য় সবরকম প্রস্তুতি নিয়েই নামছি।'
আরও পড়ুন:- France vs Morocco: লড়াই করেও জিততে পারল না মরক্কো, ২-০ জিতে ফা🌼ইনালে ফ্রান্স
এই বিশ্বকাপের পরই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন লিওনেল মেসি। শেষ বিশ্বকাপে এলএম ১০-কে খেতাব এনে দিতে চান সতীর্থরা। মার্টিনেজ বলেন, 'মেসিকে আমি খুব ভালোবাসি। শুধু আমি নয়, গোটা দল মেসিকে ভালোবাসে। এটাই ওর শেষ বিশ্বকাপ। তাই আমরা চাই সবাই মিলে নিজেদের সেরাটা দিয়ে ওর হাতে বিশ্বকাপ এনে দিতে। এর থেকে বড় ফেয়ারওয়েল হয়ত আর কিছু হতে পারে না। এই বয়🐬সে এখনও যেভাবে খেলছে তা সত্য়ি প্রশংসনীয়। অনেকেই তা পারবে না। ওর থেকে আমরা অনেক কিছু শিখেছি। শুধু আমরা নয়, গোটা ফুটবল বিশ্ব ওর থেকে অনেক কিছু শিখেছে। আমরা যদি ওর হাতে বিশ্বকাপ এনে দিতে পারি তাহলে সত্য়ি খুশি হব।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।