আইএসএলে লিগ শিল্ড জিতে একটি লক্ষ্য পূরণ ফেলেছেন মোহনবাগান এসজি। দ্বিতীয় লক্ষ্য এবার আইএসএল ট্রফি ধরে রাখা। আর সেই লক্ষ্যেই এবার লড়াই শুরু আন্তোনিয়ো লোপেজ হাবাস ব্রিগেডের। মঙ্গলবার সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচে ওড়িশা এফসি-র ꧋বিরুদ্ধে তাদের ঘরের মাঠে মুখোমুখি হবে বাগান। চলতি মরশুমে এই নিয়ে পাঁচ নম্বর বার দ্বৈরথ হতে চলেছে দুই দলের।
এএফসি কাপে দু'বার দেখা হয়েছিল ত꧑াদের, যার মধ্যে প্রতিপক্ষের ঘরের মাঠে একবার করে জয় পেয়েছিল তারা। চলতি আইএসএলে, দুই ম্যাচই ড্র হয়। এই মরশুমে আপাতত কেউই এগিয়ে বা পিছিয়ে নেই। তাই আসন্ন আইএসএল সেমিফাইনালে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা প্রবল।
আরও পড়ুন: হাবাসের 'মিডাস টাচ'ক🍌ে কৃতিত্ব পেত্রাতোসের, ট্রিপলের ভাবনায় ডুবে কামিন্স
তবে হাবাস বলছেন, ‘ꦍঅতীতে কী হয়েছে, তা নিয়ে আমি এখন ভাবছিই না। আমরা এখন বর্তমানে আছি। ওড়িশা যথেষ্ট ভালো দল। কারণ, ওদের একজন ভালো কোচ আছে, অভিজ্ঞ খেলোয়াড় আছে। আমাদের পক্ষে ম্যাচটা কঠিন হতে চলেছে।’
কলিঙ্গ💃 স্টেডিয়ামে ৯০ মিনিটেই জিততে হবে বলে, দলের ফুটবলারদের স্পষ্ট জানিয়ে দিয়েছেন হাবাস। বলেন ‘এই ম্যাচটাকে লিগের কোনও ম্যাচের মতোই খেলতে হবে। ৯০ মিনিটেই ম্যাচটা জিততে হবে আমাদের। এখনই দ্বিতীয় লেগ নিয়ে ভাবার কিছু নেই। প্রথম লেগে জেতাটা বেশি কঠিন। তবে প্রথম ম্যাচে হেরে গেলে চলবে না𒁏। লিগ ম্যাচে যে দায়িত্ব নিয়ে মাঠে নেমেছি, এই ম্যাচেও সেই দায়িত্ব নিয়েই মাঠে নামতে হবে। সে জন্যই ৯০ মিনিটে ম্যাচটা জিতে এগিয়ে থাকতে হবে আমাদের।’
আরও পড়ুন: ফুটবলারদের ছুটি 🍃বাতিল করলেন হাবাস, শুক্রবার থেকেই ISL ট্রফি জয়ের প্রস্তুতিতে নেমে পড়বে মোহনবাগান
এদিকে মাত্রা ছাড়া গরম নিয়ে চিন্তায় থাকতে হবে বাগান কোচকে। বাংলার মতোই প্রচণ্ড গরম পড়েছে ওড়িশাতেও। সোমবার দুপুরের তাপমাত্রা ছুঁয়ে গিয়েছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস। তবে মঙ্গলবার রাতে যখন ম্যাচ হবে, তখন অবশ্য এতটা ඣতাপমাত্রা তুলনামূলক ভাবে কম থাকবে। ২৬-২৭ ডিগ্রি সেলসিয়সে নেমে আসার কথা তাপমাত্রা। তবে কলকাতার মতোই আর্দ্রতা কিন্তু বেশি থাকবে। যার জেরে ফ🐲ুটবলাররা ক্লান্ত হয়ে পড়বেন তাড়াতাড়ি।
তবে আবহাওয়াকে অজুহাত করা যাবে না। স্পষ্ট জানিয়ে দিয়েছেন হাবাস। তাঁর দাবি, ‘আবহাওয়া যে রকমই থাকুক, তার সঙ্গে মানিয়ে নিতে হবে আমাদের ছেলেদের। প্রতিপক্ষকেও তো একই পরিবেশে খেলতে হবে। এই নিয়ে কোনও অজুহাত দিলে চলবে না। তবে খেলোয়াড়দের শরীরের ওপর এর প্রভাব পড়বে। কিন্তু সে জন্য খারাপ🐲 পারফরম্যান্স করলে চলবে না। কৌশল এবং টেকনিকে বেশি জোর দিতে হবে।’
আরও পড়ুন: সেমির প্রথম লেগেই অ্যাওয়ে ম্যাচ খেলতে হবে মোহনবাগ🧸ানকে,জেনে নিন ISL প্লে-অফের পূর্ণাঙ্গ সূচি
এদিকে শিল্ড জয়ের জেকে🅠 যাতে আত্মতুষ্টি না আসে, সেদিকেও কড়া নজর রয়েছে হেড কোচের। তিনি বলেছেন, ‘এই পরিস্থিতিতে যেটা সবচেয়ে বড় সমস্যা হতে পারে, তা হল গা ছাড়া ভাব। এটা নিয়ে দলের ছেলেদের সঙ্গে কথা হয়েছে আমার। লিগশিল্ড জেতার পরেই সামনে কাপের লড়াই, বড্ড তাড়াতাড়ি চলে এলো পরীক্ষাটা। এই পরিস্থিতিতে আমার দায়িত্ব ছেলেদের মোটিভেট করা। অনুশীলনে এখন বিশেষ কিছু উন্নতি করা সম্ভব নয়। এখন পরের ম্যাচগুলোয় আমাদের ছেলেদের বুদ্ধিদীপ্ত ফুটবল খেলতে হবে।’
বিপক্ষে রয়েছেন তাঁরই প্রিয় ছাত্র রয় কৃষ্ণ🦄ও। তাঁকে নিয়ে হাবাস বললেন, ‘রয় কৃষ্ণকে আমি পছন্দ করি। কিন্তু এখনও আমার প্রতিপক্ষ। ম্যাচের পরে না হয় ওকে জড়িয়ে ধরব। কিন্তু এখন আমার আগ্রহ শুধু আমার দল নিয়ে। ফুটবলে প্রতিপক্ষে🉐 কোনও বন্ধু থাকতে পারে না।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।