মোহনবাগানকে একটি♎ নয়, জোড়া চিঠি দিলো আইএফএ। এর আগে মোহনবাগানের তরফে দু'টি চিঠি গিয়েছিলো বাংলার ফুটবল সংস্থার কাছে। একটি কলকাতা লিগে খেলা সংক্রান্ত বিষয় নিয়। এবং অন্যটি মোহনবাগানের বকেয়া টাকার মেটানোর ব💯িষয় নিয়ে।
প্রথম চিঠিটি পাঠিয়েছিলেন মোহনবাগান ফুটবল টিমের জেনারেল ম্যღানেজার বিনয় চোপড়া। আর দ্বিতীয় চিঠিটি পাঠিয়েছিলেন ক্লাবের সচিব দেবাশিস দত্ত।
আরও পড়ুন: ডার্বি দিয়ে শুরু Durand, ATK MB, EB, MꦰD কবে কার বিরুদ্ধে খেলবে, দেখুন পুরো 🎉সূচি
এই দু'টির চিঠিরই এ বার জবাব দিয়েছে আইএফএ। কলকাতা লিগ সংক্রান্ত চিঠির উত্তরে, প্রথমেই আইএফএ-র তরফে আসন্ন এএ🐭ফসি কাপের মোহনবাগান যাতে সাফল্য পায়, তার জন্য এটিকে মোহনবাগ♏ানকে অগ্রীম শুভেচ্ছা জানানো হয়েছে।
আরও পড়ুন: কৃষ্ণের পরিবর্তে বড় ধামাকা, রাশিয়া বিশ্বকাপে খেলা অজি সജ্💛ট্রাইকারকে সই ATK MB-র
ইতিমধ্যে অবশ্য মোহনবাগানের তরফে স্পষ্ট করে বলা হয়েছিল আসন্ন ডুরান্ড কাপ এবং এএফসি কাপের খেলতে হবে। তাই কলকাতা লিগে খেলা তাদের পক্ষে হচ্ছে না। এর পাল্টা আইএফএ’র তরফে জানানো হয়েছে, বাংলার ফুটবলের স্বার্থে সংশ্লিষ্ট ক্লাব ইতিবাচক ভূমিকা পালন করবেন, এমন🥃টাই আশা রাখছে তারা। এবং তাদের অসুবিধের কথা ভেবেই কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনের নিয়ম বদল করা হয়েছে। যার ফলে সেপটেম্বরে মাত্র ৫টি ম্যাচ খেলতে হবে মোহনবাগানকে। তাই তারা যে আইএফএ-র সহযোগীতা করবে, সে বিষয়ে আশাবাদী বাংলা ফ𝔉ুটবলের নিয়ামক সংস্থা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।