শুভব্রত মুখার্জি:- ২০২৬ ফিফা বিশ্বকাপ কোয়ালিফায়ারের তৃতীয় রাউন্ডে যাওয়ার ভারতের আশা কার্যত কঠিন চ্যালেঞ্জের মুখে বলা যেতে পারে। গত ৬ জুন অর্থাৎ বৃহস্পতিবার ভারতীয় সিনিয়র ফুটবল দল নিজেদের ঘরের মাঠে সল্টলেক স্টেডিয়ামে কুয়েতের মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে তারা জিতলে তাদের তৃতীয় রাউন্ডে যাওয়ার পথ প্রশস্ত হত। তবে ম্যাচে💞 তারা গোলশূন্য ড্র করে। ভারতের পরবর্তী ম্যাচ কাতারের বিরুদ্ধে। এই ম্যাচে ভারতকে জিততেই হবে। ম্যাচটি খেলতে হবে কাতারের রাজধানী দোহায়। এই ম্যাচ উপলক্ষ্যে ২৩ সদস্যের ভারতীয় দল ঘোষণা করলেন দলের হেড কোচ ইগর স্টিমাচ।
আরও পড়ুন… AUS vs ENG: ফের🅰 ম্য়াচের সেরা, অশ্বিনকে টপকে T20 WC-এ ইতিহাস গড়লেন অ্যা💟ডাম জাম্পা
সল্টলেক স্টেডিয়ামে নিজের কেরিয়ারের ১৫১ তম ম্যাচ খেলে অবসর নিয়েছেন দলনায়ক সুনীল ছেত্রী। ফলে স্বাভাবিকভাবেই তিনি দলে নেই। এছাড়াও দল থেকে বাদ পড়েছেন সদ্য আইএসএল শিল্ডজয়ী অধিনায়ক। বাদ পড়েছেন মোহনবাগান সুপার জায়ান্টসের অধিনায়ক তথা ডিফেন্ডার শুভাশিস বোস। ফলে কুয়েত ম্যাচে কোনও রকম খেলার বা পারফরম্যান্স করার সুযোগ না পেয়েই বাদ পড়তে হল তাঁকে। এই জায়গাতেই অনেক বিশেষজ্ঞ ইগর স্টিমাচের ভাবনা চিন্তা নিয়েই প্রশ্ন তুলছেন। কাতারের বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে শুভাশিসের অভিজ্ঞতা ছাড়াই নামতে হবে ভারতীয় ড🅠িফেন্সকে। পাশাপাশি ১৯ বছরে এই প্রথমবার সুনীল ছেত্রীকে ছাড়া লড়াই করতে হবে ব্লু টাইগারদের। সেই ক্ষেত্রে সুনীলের জায়গায় প্রথম একাদশে কাকে খেলাবেন ইগর স্টিমাচ তাও স্পষ্ট করেননি তিনি।
আরও পড়ুন… UFC Louisville 2024: ব্রাজি💝লের রায়ান ডস স্যান্টোসকে হারিয়ে ইতিহাস গড়লেন ভারতের পূজা তোমার
বাংলার জামাই সুনীল ছেত্রী যে যুবভারতীতে আন্তর্জাতিক কেরিয়ারের শেষ ম্যাচ খেলবেন তা আগেই জানিয়েছিলেন তিনি। এই ম্যাচ জিতলে ভারত অনেকটা সুবিধাজনক জায়গায় থাকত। তবে তা বাস্তবে হয়নি। সুনীল ছেত্রীর শেষ ম্যাচে ভারত গোলশূন্য ড্র করেছে। ফলে এই মুহূর্তে ভারতের পাঁচ ম্যাচে রয়েছে পাঁচ পয়েন্ট। ম্যাচে একাধিক মিস পাস এবং ভারতের খেলায় গোলমুখী আক্রমণের অভাব ꦓপরিলক্ষিত হয়েছে।
আরও পড়ুন… কোনও ৫০ ছাড়াই উঠ🅘ল ২০১, T20 WC-এর ইতিহাসে অনন♊্য নজির অজিদের, হল একাধিক আরও রেকর্ড
বিশেষ করে মাঝমাঠে ভারতীয় ফুটবলারদের ব্যর্থতা চোখে পড়েছে। কাতার ম্যাচের জন্য যে দল ঘোষণা করেছেন স্টিমাচ, তাতে প্রায় কুয়েত ম্যাচের দলটাই তিনি ধরে রেখেছেন । খুব বেশি পরিবর্তন করেননি। বাদ পড়তে হয়েছে সাইডব্যাক শুভাশিস বসুকে। উল্লেখ্য ১১ জুন কাতারের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচ ভারতের। গ্রুপে বৃহস্পতিবার কাতারের সঙ্গে ড্র করেছে আফগানিস্তান। গোলপার্থক্যে (-১০) তারা ভারতের থেকে পিছিয়ে। ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শেষ💃ে রয়েছে কুয়েত। ফলে শেষ ম্যাচে কাতারকে তাদের মাঠে হারাতে পারলে তৃতীয় র﷽াউন্ডে যাওয়া নিশ্চিত হবে ভারতের।
∆ আস🐻ুন একনজরে দেখে নিন কাতারের বিরুদ্ধে ভারতের স্কোয়াড :-
১) গোলকিপার-
গুরপ্রীত সিং সান্ধু, অমরিন্দর সিং, বিশাল কাইথ।
২) ডিফেন্ডার-
আনোয়ার আল♍ি, জয় গুপ্ত, মেহেতাব সিং, নরেন্দর, নিখিল পূজারী।
৩) মিডফিল্ডার-
অনিরুদ্ধ থাপা, ব্রেন্ডন ফার্নান্ডেজ,লালরিন্ডিকা, ইমরান খান,লালিয়ানজুয়ালা ছাংতে, জিকসন সিং, মহেশ সিং, লিস্টন কোলাসো, সা💛হাল আব্দুল সামাদ, নন্দ কুমার, সুরেশ সিং।
৪) ফরওয়ার্ড-
মনবীর সিং, বিক্রম প্রতাপ সিং, ডেভিড, রহিম আলি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।