মেয়েদের সাফ কাপে ধাক্কা খেল ভারত, ৩-১ ব্যবধানে বাংলাদেশের কাছে পরাজিত হতে হল তাদের। এর আগে ২০২২ সাফ কাপ চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।সেই ধারাই বজায় রাখল এবার। কাঠমান্ডুতে এদিনের ম্যাচে১৮ মিনিটে প্রথম গোলটা পেয়ে যায় বাংলাদেশ। সাবিনার কর্নার থেকে আসা বলে শট নিয়েবল জালে জড়িয়ে দেন আফঈদা খন্দকার। এরপর ২৯ মিনিটে ব্যবধান বাড়ান তহুরা খাতুন, ঋতুপর্ণা চাকমার ক্রস থেকে গোল করেন তিনি। ৩৫ মিনিটে ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিল ভারত, কিন্তু দুর্দান্ত সেভে বাংলাদেশকে বাঁচান গোলকিপার রুপনা চাকমা। এꦏরপর ৩৭ মিনিটে আরও একবার দুর্ভাগ্যের শিকার হয় ভারত, মণীষার ফ্রি কিক পোস্টে লেগে ফিরে আসে।
৪২ মিনিটে বাংলাদেশকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন তহুরা, এটি তাঁর এদিনের ম্যাচের দ্বিতীয় গোল ছিল। ৪৪ মিনিটে ভারতের অধিনায়ক বালা দেবী গোল করে স্কোরলাইন ৩–১ করতে পেরেছিলেন। এরপর দ্বিতীয়ার্ধে কোনও দলই গোল করতে পারেননি। তবে আলাদা করে বাংলাদেশের গ⛦োলকিপার রু🦩পনা চাকমার কথা বলতে হবেই।ভারতের হাফডজন নিশ্চিত গোল বাঁচিয়ে দেন তিনি। ভারতের সামনেপ্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন রুপনা। ৮০ মিনিটে চতুর্থ গোলটি প্রায় করেই ফেলেছিল বাংলাদেশ। নিজেদের মধ্যে ছোট ছোট পাস খেলে আক্রমণে ওঠার এক পর্যায়ে পরিবর্তিত খেলোয়াড় হিসেবে নামা স্বপ্না রানী দূর থেকে দুর্দান্ত এক শট নেন। তবে ভারতের গোলকিপার সেটি রক্ষা করেন কর্নারের বিনিময়ে।
উল্লেখ্য, ২০২২ সালেও সাফ কাপের গ্ৰুপ পর্বের ম্যাচে ৩-০ ব্যবধানে বাংলাদেশের কাছে পরাজিত হতে হয়েছিল ভারতকে। আবারও আরও একবার ৩ গোল হজম করতে হল আশালতাদের। ম্যাচ জিতে গ্রুপ শীর্ষে থেকে মেয়েদের সাফ কাপের সেমিফাইনালে চলে গেলবাংলাদেশ। তবে এদিন হারলেও সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ভারত। প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে জয় পেয়েছিল তারা।২৭ অক্টোবর সেমিꦡফাইনালে ভারতের প্রতিদ্বন্দ্বী নেপাল নাকি ভুটান, তা ঠিক হবে বৃহস্পতিবার গ্রুপের অন্য ম্যাচের ফলাফলের উপর।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।