শুভব্রত মুখার্জি:- আগামী ৬ জুন কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ২০২৬ ফিফা কোয়ালিফায়ারের ম্যাচে কুয়েতের বিরুদ্ধে খেলতে নামবে ভারতীয় দল। যা ঘটনাচক্রে ভারত অধিনায়ক সুনীল ছেত্রীর শেষ ম্যাচ হতে চলেছে। আর সেই ম্যাচ উপলক্ষে ২৭ সদস্যের ভারতীয় দল এদিন ঘোষণা করলেন জাতীয় দলের হেড কোচ ইগর স্টিম্যাচ। এই মুহূর্তে ভারতীয় দল তাদের অনুশীলন শিবির করছে ওড়িশার ভুবনেশ্বরে। সেই শিবিরে ৩২ জনকে ডেকেছিলেন স্টিম্যাচ।তাদের ম✨ধ্যে থেকে পাঁচজনকে বাদ দিয়ে তিনি চ𒁏ূড়ান্ত দল বেছে নিয়েছেন।যে দলের অধিনায়ক নিঃসন্দেহে রয়েছেন সুনীল ছেত্রী।
আরও পড়ুন… T20 W♔C 2024-এর আগে অবসরের ইঙ্গি🔜ত দিলেন শিখর ধাওয়ান! চোট নিয়েও দিয়েছেন বড় আপডেট
ভুবনেশ্বর ক্যাম্পে যারা ছিলেন তাদের মধ্যে ফূর্ব𒊎া লাচেনপা,পার্থিব গগৌই, ইমরান খান, মহম্মদ হামাদ এবং এম এস জিতিনকে বাদ দেওয়া হয়েছে চূড়ান্ত ২৭ জনের দল থেকে। বৃহস্পতিবার ক্রোয়েশিয়ান কোচ ইগর স্টিম্যাচ নিজে এই ২৭ জনের দলের ঘোষণা করেছেন। যে পাঁচজন চূড়ান্ত দল থেকে বাদ পড়েছেন তাদেরকে জাতীয় দল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি যারা রয়েছেন তারা ভুবনেশ্বরে অনুশীলন চালিয়ে যাবেন। ২৯ মে পর্যন্ত তারা ভুবনেশ্বরে অনুশীলন করবেন। এরপর তারা কলকাতার উদ্দেশ্য রওনা দেবেন।এরপর কলকাতা পৌঁছে বিশ্রাম নিয়ে ৬ তারিখ ম্যাচের আগে এখানেই অনুশীলন সারবেন ইগর স্টিম্যাচের ছেলেরা।ছয় তারিখ হোম ম্যাচে কুয়েতের বিরুদ্ধে খেলার পরে ১১ জুন ভারত কুয়েত সফরে যাবে সেখানে অ্যাওয়ে ম্যাচে খেলতে। ২০২৬ ফিফা বিশ্বকাপ কোয়ালিফায়ারের এই দুই লেগের ম্যাচ জিতলে ভারত চলে যাবে পরবর্তী রাউন্ডে।
এদিন দল ঘোষণার পরে ইগর স্টিম্যাচ জানিয়েছেন ' ভুবনেশ্বরে যারা ক্যাম্পে ছিল সবাই খুব প্রফেশনাল ফুটবলার। সবাই কঠোর পরিশ্রমী। নিজেদের মধ্যে কঠিন লড়াই রয়েছে।যা দলের জন্য খুব ভালো। বিশেষ করে জিতিন এবং পার্থিব যে পজিশনে খেলে সেই পজিশনে কঠিন লড়াই রয়েছে। কয়েকদিন আগে পার্থিব এবং হামাদের হাল্কা চোট লেগেছে অনুশীলনের সময়ে। ওদের সম্পূর্ণ সুস্থ হতে ৭-১৪ দিনের বিশ্রামের প্রয়োজন।' ভারত এই মুহূর্তে তাদের গ্রুপে দ্বিতীয় স্থানে রয়েছে।তারা চারটি ম্যাচ খেলে ফেলেছে।তাদের ঝুলিতে রয়েছে চার পয়েন্ট। এই গ্রুপের শীর্ষে থাকা দুটি দল ২০২৬ ফিফা বিশ্বকাপ কোয়ালিফায়ারের তৃতীয় রাউন্ডে যাবে। পাশাপাশি ২০২৭ সালে সৌদি আরবে এএফসি এশিয🥃়ান কাপে ও🌼 খেলবে তারা।
∆ আসুন একনজরে দেখে নেওয়া যাক ভারতীয় দল :-
১) গোলকিপার:- গুরপ্রীত সিং সান্ধু, অমরিন্দর সিং, বিশাল কাইꦺথ
২) ডিফেন্ডার:- আমে 🐼রানাওয়াডে, আনোয়ার আলি, জয় গুপ্তা, লালচুননুঙ্গা, মেহতাব সিং, নরেন্দ্রর,নিখিল পূজারি, রাহু🔯ল ভেকে, শুভাশিস বোস
৩) মিডফিল্ডার :- অনিরুদ্ধ থাপা, ব্রেন্ডন ফ൲ার্নান্দেজ, এডমন🍎্ড লালরিনডিকা, জিকসন সিং, থৌউনাউজাম,
লালিয়ানౠজুয়ালা ছাংতে, লিস্টন কোলাসো, মহেশ সিং নাওরেম, নন্দকুমার, সাহাল আ🐼ব্দুল সামাদ, সুরেশ সিং
৪) ফরোয়ার্ড:- সুনীল ছেত্রী, মনবীর সিং, ডেভিড লালসাঙ্🤪গা, রহিম আলি, বিক্রম প্রতাপ সিং।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।