রবিবার (২০ মার্চ) গোয়ার ফতোরদায় জওহরলাল নেহেরু স্টেডিয়ামে এ মরশুমের আইএসএল ফাইনালে মুখোমুখি হতে চলেছে কেরালা ব্লাস্টার্স ও হায়দরাবাদ এফসি। দুই মরশ👍ুমে প্রথমবার দর্শকদের উপস্থিতিতে এই ফাইনাল নিয়🌠ে উত্তেজনা চরমে। তবে তার আগে দুঃসংবাদ কেরালা শিবিরে। সম্ভবত ফাইনালে মাঠে নামতে পারবেন না সাহাল আব্দুল সামাদ।
এ মরশুমে কেরালার হয়ে ছয় গোল করা সাহাল, দলের ফাইনালে পৌঁছনোয় বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সেমি🌄ফাইনালে জামশেদপুরের বিরুদ্ধে প্রথম লেগে সাহালের গোলেই তো ম🃏্যাচ জিতেছিল কেরালা। তবে দ্বিতীয় লেগের আগে তাঁর হ্যামস্ট্রিংয়ে সামান্য টান লাগায়, তাঁকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়। সেই হ্যামস্ট্রিং সমস্যা এখনও পুরোপুরি সারেনি। শুক্রবার পর্যন্ত নাকি সাহাল কোনওরকম অনুশীলনও করেননি, তাই ফাইনালে তাঁর খেলা নিয়ে তৈরি হয়েছে প্রবল সংশয়।
২৪ বছর বয়সী ভারতীয় তারকার ফিটনেস আপডেট নিয়ে এক সূত্র Times of India-কে জানান, ‘সাহাল (শুক্রবার) মাঠে আসলেও, অনুশীলনে অংশগ🍸্রহণ করেননি। সকলে ভয় পাচ্ছেন যে ওর মনে কোনও পেশি ছিড়েছে, যা থেকে সুস্থ হতে অন্তত সপ্তাহখানেক লাগবে। ওর ওই চোটের পর কিছুদিন কেটে গেলেও এক বিন্দুও অনুশীলন করেনি সাহাল। ওর চোটের বিষয়ে শনিবারই সুস্পষ্ট ধারণা পাওয়া যাবে, তবে ওর মাঠে নামার উপর বেশ প্রশ্নচিহ্ন রয়েছে।’ সাহাল একান্তই না খেললে, নিশু কুমার বা রাহুল কেপি, কেরালার হয়ে ফাইনালে খেলꦰতে পারেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।