ইস🌜্টবেঙ্গল বনাম কেরালা ব্লাস্টার্স ম্যাচে মাঠের মধ্যে অত্যন্ত খারাপ আচরণ করে বিতর্কের𝕴 কেন্দ্রে চলে এলেন অঙ্কিত মুখোপাধ্যায়। ম্যাচের ১৫ মিনিটের মাথায় স্টিফেন কনস্ট্যানটাইন তুলে নেন অঙ্কিত মুখোপাধ্যায়কে। তাঁর পরিবর্তে নামান মহম্মদ রাকিবকে। খেলা শুরু হওয়ার পর পরই তাঁকে কেন তুলে নিলেন কনস্ট্যান্টাইন, সেটা কারও বোধগম্য হয়নি। অঙ্কিত নিজেও ভাবেননি বোধহয় তাঁকে নামানোর পর পরেই তুলে নেওয়া হবে। এই ঘটনায় স্বাভাবিক ভাবেই খুশি ছিলেন না অঙ্কিত। কিন্তু তিনি যে ভাবে জার্সি খুলে, সেটা ছুড়ে ফেলে ক্ষোভ উগড়ে দিয়েছেন, সেই বিষয়টি কেউই ভালো ভাবে নেননি। তাঁর এই কাণ্ড ক্যামেরায় ধরা পড়তেই মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়। এই নিয়ে এখন সমালোচনার ঝড় বয়ে চলেছে। এমন কী লাল-হলুদ সমর্থকেরাও অঙ্কিতের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন সোশ্যাল মিডিয়ায়।
আরও✱ পড়ুন: গোল মিস, লালকার্ড, উত্তেজনার মাঝেও বার্থডে বয়ে💦র গোলে জিতল লাল-হলুদ
কেরলের আক্রমণভাগের ফুটবলার দিয়ামান্তাকোস দিমিত্রিয়স বারবার বিপাকে ফেলছিলেন অঙ্কিতকে। তাঁর দিক দিয়ে একাধিক বার বল নিয়ে উপরে উঠেছেন দিমিত্রিয়স। যার ফলে অঙ্কিতকে আর বেশিক্ষণ খেলানোর ঝুঁকি নেননি স্টিফেন। কারণ যে ভাবে অঙ্কিতকে গতিতে পরাস্ত করছিলেন গ্রিসের ফরোয়ার্ডটি, তাতে বিপদের গন্ধ পেয়েছিলেন ব্রিটিশ কোচ। মহম্মদ রাকিব পরꩵিবর্ত ফুটবলার হিসেবে মাঠে নামার পর বর অনেক বেশি নির্ভরতা দিয়েছেন।
অঙ্কিতের কাণ্ডে বিরক্ত লাল-হলুদ কোচ স্টিফেন কনস্ট্যান্টাইনও। এই ঘটনার প্রসঙ্গে তিনি বলেছেন, ‘অঙ্কিতের হ্যামস্ট্রিং সমস্যা ছিল। তা সত্ত্বেও ও খেলতে চেয়েছিল। কিন্তু পরে খুব বাজে কতগুলো ভুল করে। যার ফলে আমরা গোল খেয়ে যেতে পারতাম। কিন্তু ও যে আচরণ করেছে মাঠে, সে জন্য ক্লাব নিশ্চয়ইꦉ ওর বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এই নিয়ে দ্বিতীয় বার এমন করল ও। জানি না, এর পরে ভবিষ্যতে ও ইস্টবেঙ্গলে থাকবে কি না।’
আর♔ও পড়ুন: কবে হবে ISL 2022-23 মরশুমের ফাইনাল? প্লে-অফের 💫ম্যাচই বা কবে হবে? জানুন বিস্তারিত
ভিন রাজ্যের বা বিদেশি ফুটবলার নন, বাংলার ছেলের হাতেই অপমানিত লাল-হলুদ জার্সি। বিষয়টি হজম করতে পারছেন না কেউই। এই ཧজার্সির সঙ্গে জড়িয়ে আছে, বহু সাফল্য, লড়াই, আবেগ, যন্ত্রণার♛ না জানি কত স্মৃতি। সেই লাল-হলুদ জার্সিকেই অপমানিত করেছেন অঙ্কিত মুখোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই তাঁকে নিয়ে তুলোধোনা চলছে। সেই সঙ্গে নিজের নামে কালি লাগানোর পাশাপাশি অঙ্কিত নিজের ভবিষ্যতকেও অনিশ্চয়তার মধ্যে ঢেলে দিলেন।
শুক্রবার কেরালা ব্লাস্টার্সকে ১-০ হারিয়ে নতুন বছরের প্রথম জয় পেল ইস্টবেঙ্গল। ম্যাচের একমাত্র গোলটি করেন ক্🗹লেটন সিলভা। আইএসএলের মঞ্চে প্রথম বার কেরালাকে হারাল লাল-হলুদ। তবে চার ম্যাচ পর জয়ে ফিরলেও, কাঁটাܫ হয়ে থাকল অঙ্কিতের এই জঘন্য আচরণ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।