আর কয়েক ঘন্টার অপেক্ষা। তারপরই যুবভারতীতে মহারণ। আইএসএলের লিগ শিল্ড জয়ের ফাইনাল ম্যাচ বলা যায়। সোমবার মোহনবাগান মুখোমুখি হচ্ছে মুম্বই সিটি এফসির। বাগান এই ম্যাচ জিততে পারলেই বহুকাঙ্খিত আইএসএল শিল্ড ঢুকে যাবে ক্লাব তাঁবুতে। গত মরশুমে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল মোহনবাগান। সবুজ মেরুনকে ট্রফি এনে দিয়েছিলেন কোচ জুয়ান ফেরান্দো। এবারও ট্রফি এবং লিগ জয়ের হাতছানি মোহনবাগানের কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাসের সামনে। তবে প্রথম টার্গেট অবশ্যই অধরা লিগ শিল্ড জয়। যা সোমবারই জিতে নিতে পারে মোহনবাগান। সেই শিল্ড জিততে গেলে ম্যাচ জিততেই হবে মোহনবাগানকে। ড্র বা হারলে চলবে না। সেখানে লিগ টপার মুম্বই সিটি এফসি ম্যাচ থেকে পয়েন্ট বের করতে পারলেই শিল্ড যাবে আরব সাগর তীরে। স্বাভাবিকভাবেই এই ম্যাচের টিকিটের চাহিদা তুঙ্গে। প্রচুর বাগান সমর্থক যাবে এই ম্যাচ দেখতে। ম্যাচের আগে তাই বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে গোল করা অনিরুদ্ধ থাপা বলছেন, দর্শকদের সাম𒈔নে লিগ জেতার সেরা সুযোগ এটাই।
ইন্ডিয়ান সুপার লিগে অনিরুদ্ধ থাপা এবছর খুব বেশি প্রথম একাদশে সুযোগ পাননি। দীপক টাংরি না খেলাতেই গত ম্যাচে প💜্রথম থেকে নামার সুযোগ পেয়েছিলেন। আর সুযোগ পেয়েই কোচের ভরসার দাম দিয়েছেন জাতীয় দলের এই মিডফিল্ডার। ব্লকারের কাজ যেমন সামলেছেন অভিষেকের 💎পাশে, তেমনই গোলের জন্য আক্রমণেও গেছেন। দিমিত্রির পা থেকে পাসে গোলও করেছেন দেরাদুনের ছেলে।
ম্যাচের আগে অনিরুদ্ধ বলছেন, ‘আমরা এই ম্যাচের জন্য তৈরি রয়েছি। আর একটা ম্যাচ জিততে পারলেই লিগ শিল্ড জিততে পারব। ঘরের মাঠে খেলা, ফলে শিল্ড জয়ের এটাই সেরা সুযোগ। কারণ প্রচুর সমর্থক থাকবে। প্রত♒্যꦺেক খেলোয়াড়ই জানে এই ম্যাচের গুরুত্ব ঠিক কতটা। সমর্থকদের প্রত্যাশার চাপ তো থাকবেই। কিন্তু পেশাদার ফুটবলার হিসেবে সেই চাপ কাটিয়ে উঠতে হবে। নিজেদের সেরা পারফরমেন্স দিতে হবে সাফল্য পেতে’।
এবারে মোহনবাগানের ডিফেন্স নিয়ে বারবারই প্রশ্ন উঠেছ﷽ে। অনেক ম্যাচেই ডিফেন্সের ভুলে পয়েন্ট নষ্ট হয়েছে। ২১ ম্যাচে এখনও পর্যন্ত আইএসএলে ২৫ গোল খেয়েছে রক্ষণ। যদিও গ্রুপ লিগের শেষ ম্যাচের আগে আত্মবিশ্বাসের সুর ডিফেন্সের স্তম্ভ আনোয়ার আলির গলায়। মুম্বইকে সমীহ করেই আনোয়ার♒ বলছেন , ‘মুম্বই ভালো দল, ওরা এক নম্বরে আছে। আমরা দু নম্বর দল। ঘরের মাঠে চেষ্টা করব সেই ব্যবধান মুছে ফেলতে। লিগ শিল্ড জেতার জন্য মরিয়া চেষ্টা করব’। গোয়া যদি চেন্নাইয়িনের বিপক্ষে জিতে যায় সেক্ষেত্রে মোহনবাগান পয়েন্ট নষ্ট করলে তাঁরা নেমে যাবে তিন নম্বরে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।