ডার্বি জ্বরে ভুগছে গোটা বাংলা। সুপার কাপের পর এবার সামনেই রয়েছে আইএসএলের ডার্বি ম্যাচ। ফের মুখোমুখি হবে ফুটবলের দুই🔴 চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়ান্ট ও ইস্টবেঙ্গল। এই ম্যাচ নিয়ে ইতিমধ্যেই উন্মাদনা তুঙ্গে পৌছে গেছে ফুটবলপ্রেমীদের। পাশাপাশি, জোর কদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে দুই দল। 'এএফসি এশিয়ান কাপ' শেষ হতেই সবুজ-মেরুন শিবিরে ফিরে এসেছেন দলের সাত প্রভাবশালী ফুটবলার। একদিকে যেমন আয়োজক দল মোহনবাগান সুপার জায়ান্টের কাছে রয়েছে কলিঙ্গ সুপার কাপে হারের বদলা নেওয়ার সুযোগ, তেমনি লাল-হলুদ শিবিরও মরিয়া আইএসএলের ডার্বিতে জয় পেতে। সুতরাং আসন্ন এই ম্যাচ যে হাড্ডাহাড্ডি হবে তা কার্যত স্পষ্ট।
কবে থেকে টিকিট কাটতে পারবেন সমর্থকরা? আর কোথা থেকে পাওয়া যাবে ডার্বির টিকিট? এবার জেনে নেওয়া যাক। অনলাইকে বুক মাই শো অ্যাপ থেকে টিকিট কাটতে পারবেন দুই দলের সমর্থকরা। যদিও অনলাইনে টিকিট কাটলেও কাউন্টার থেকে সংগ্রহ করতে হবে সেই টিকিট এবং এটি একটি🍌 বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে দুই দলের সমর্থকদের কাছে। কিন্তু এবার গোটা বি🐓ষয় নিয়ে মুখ খুলেছে দুই শিবির। দুই পক্ষই জানিয়েছেন যে তাদের তাঁবু থেকে দেওয়া হবে টিকিট।
সবুজ-মেরুন শিবিরের বক্তব্য যে বুধবার, অর্থাৎ ৩১ জানুয়ারি থেকে টিকিট বিক্রি শুরু করা হবে সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত। দু꧒ই দলেরই তাঁবু থেকে পাওয়া যাবে, তবে ডার্বির আগে পর্যন্ত। অর্থাৎ আগে এলে আগে পাওয়া যাবে। পাশাপাশি, অনলাইন টিকিট রিডিম করার ক্ষেত্রেও মুখ খুলেছেন তারা। মোহনবাগান জানিয়েছে যে সল্টলেক স্টেডিয়ামের বক্স অফিসে সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত এই সুবিধা পাওয়া যাবে। মোহনবাগান গ্যালারির জন্য যেতে হবে ৪ নম্বর গেটের ২ নম্বর বক্স অফিসে এবং ইস্টবেঙ্গল গ্যালারির ক্ষেত্রে যেতে হবে ১ নম্বর গেটের ১ নম্বর বক্স অফিসে। তবে এটাও ম্যাচের আগে পর্যন্তই পাওয়া যাবে।
অন্যদিক♋ে, লাল-হলুদ শিবিরের পক্ষ থেকেও একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এই প্রসঙ্গে। তাতে বলা হয়েছে যে ২০০, ৩০০,৪০০, ৫০০, ১৫০০ এবং ৩০০০ টাকা দামের টিকিট পাওয়া যাবে ক্লাবের෴ জিম রুম থেকে বুধবার ও বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। তবে এর জন্য সদস্য কার্ড জরুরি, অর্থাৎ একমাত্র সদস্যরাই এই টিকিট পাবেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।