শনিবার ফ্রান্সের কাছে ২-১ ব্যবধানে হেরে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকেই ছিটকে গিয়েছে ইংল্যান্ড। এই ম্যাচে একটি গুরুত্বপূর্ণ পেনাল্টি মিস করেছিলেন দলের অধিনায়ক হ্যারি কেন। এরপরে অনেকেই হ্যারি কেনকে এই ম্যাচের খলনায়ক মন♚ে করছেন। এমন অবস্থাতে ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেনও ভেঙে পড়েছেন।
আসলে ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেন এই ম্যাচে একটি পেনাল্টি মারতে যান এবং সেই শটটি বারের উপর দিয়ে চলে যায়। যদি এটি আল বায়েত স্টেডিয়ামে স্ꩵকোর হত তাহলে ম্যাচের ফল ২-২ হতেই পারত। এটি ছিল ইংল্যান্ডের কয়েক দশক ধরে চলা সাইকোড্রামার আরেকটি নিষ্ঠুর অধ্যায় যা প্রধান টুর্নামেন্ট এবং পেনাল্টি হার্ট ব্যাথাকে ঘিরে আবর্তিত হয়েছিল। তবে হ্যারি কেন এর আগে ম্যাচের ৫৪ মিনিটে আরেকটি পেনাল্টি নিয়েছিলেন, তবে সেটি গোল করতে কোন ভুল করেননি কেন। সেই গোলটি করে ওয়েন রুনির ইংল্যান্ডের ৫৩ গোলের সমতা করেছিলেন।
আরও পড়ুন… দিনে ২০০টা পাওয়ার হিট, হোটেল রুমেই অনুশীলন- ইশানের লড়াইয়♔ের গল্প বললেন তাঁর কোচ উত্তম মজুমদার
এদিনের ম্যাচের পরে ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেন জানিয়েছেন এই হারের সম্পূর্ণ দায়িত্ব তিনি নিজের কাঁধে নিতে চান। পেনাল্টি মিস করাটা ꦬতাঁকে আহত করেছে। এই ম্যাচের পরে তিনি বলেছেন, ‘অধিনায়ক হিসাবে এই হারের সম্পূর্ণ দায়িত্ব আমি নিজের কাঁধে নেব। পেনাল্টি মিসটা আমায় যন্ত্রনা দিচ্ছে।’ এরপরে তিনি আরও বলেন, ‘এটা সত্যিই কঠিন একটা রাত। আমি হতাশ, দল হতাশ হয়েছে। আমাদের বিশ্বাস ছিল যে আমরা এবারে বিশ্বকাপে বিশেষ কিছু অর্জন করতে পারব, তবে এটি আর সফল হল না। এই রাতে আমাদের সামনে ভালো সুযোগ ছিল, খেলায় ছন্দ ছিল, কিন্তু সবটা কার্যকর করা গেল না।’
আরও পড়ুন… ডাবল সেঞ্চুরির জন্য সচিন তেন্ডুলকরের থেকে দ্বিগﷺুণ প্রশংসা পেলেন ইশান কিষাಞণ
২৯ বছর বয়সী হ্যারি কেন, বিশ্ব ফুটবলের সবচেয়ে নির্ভরযোগ্য পেনাল্টি-টেকারদের একজন, তার পুরো ক্যারিয়ারে মাত্র ১১টি মিস করেছেন তিনি তবে ৫৮টি স্পটকিককে তিনি গোলে রূপান্তরিত করেছেন। ইংল্যান্ডের অধিনায়ক বলেছেন যে তিনি ফ্রান্স গোলরক্ষক এবং টটেনহ্যামের সতীর্থ হুগো লরিসের বিরুদ্ধে রাতের দ্বিতীয় পেনাল্টি করার সময় আত্মব👍িশ্বাসী বোধ করেছিলেন।
হ্যারি কেন বলেন, ‘আমি এমন একজন যে, যখনই আমি প্রস্তুতি নিই, খেলায় একটি পেনাল্টꦿি, দুটি পেনাল্টির জন্য প্রস্তু🌌ত থাকি। তাই আমি আমার প্রস্তুতি বা বিস্তারিত ত্রুটি করতে পারি না।’ রেফারির চূড়ান্ত বাঁশিতে কেইন অস্বস্তিকর দেখাচ্ছিল, সতীর্থরা তার সমর্থনে মিশে যাওয়ায় টার্ফে কুঁকড়েছিলেন। ‘দ্বিতীয় পেনাল্টি নিতে যাওয়ার সময়ে আমি প্রথমটির মতো আত্মবিশ্বাসী বোধ করেছিলাম। এটি সম্পূর্ণরূপে কার্যকর করার জন্য ঠিকই ছিল। কিন্তু তারপর কী হয়ে গেল? অধিনায়ক হিসাবে এর দায়িত্ব আমাকে নিতেই হবে। এটা খেলার একটা অংশ। অবশ্যই এটা আমায় দীর্ঘ সময়ের জন্য আঘাত দেবে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।