আইএসএলের প্রায় ৭-৭ ম্যাচ করে খেলা হয়ে গেছে দলগুলোর। আপাতত চলছে ফিফার আন্তর্জাতিক উইন্ডো। সেই জন্য বন্ধ আইএসএলের ম্যাচ। এই সময়ের মধ্যেই সব দলগুলোই ফোকাস করছেনন ফিটনেসের দিকে। 💧কোচ থেকে ফিজিও, সকলেই চাইছেন ছেলেরা যাতে মরশুমের বাকিটা সময় চোটমুক্ত ♋থাকে। সেই সঙ্গে পরবর্তী ম্যাচগুলোর স্ট্র্যাটেজির ব্লু প্রিন্টও তৈরি করে নিচ্ছেন কোচরা।
আরও পড়ুℱন- অস্ট্রেলিয়ায় অনুশীলনে চেনা ছন্দে বিরাট! ফাস্ট পিচে ল্যাজেগোবরে অবস্থা সরফরাজের!
গতবার মোহনবাগান সুপার জায়ান্ট আইএসএল জিতলেও রাখা হয়নি কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাসকে। ভুলে গেলে হবে না, যখন গতবার জুয়ান ফেরান্দো মোহনবাগানকে ছেড়ে গেছিলেন তখন বাগানের অবস্থা খুবই খারাপ ছিল। কিন্তু এবারে আর হাবাসের ওপর ভরসা না রেখে একদা এটিকের কোচ মোলিনাকেই নিয়ে এসেছে সুপাট জায়ান্ট কর্তৃপক্ষ। এবার মোলিনাও বলছেন, তিনি স্রেফ নাম কা ওয়াস্তে নয়, আইএসএল জেতার জন্যই এসেছে🧔।
এটিকের হয়ে অতীতে আইএসএলে কোচিং করিয়েছিলেন হোসে মোলিনা। এখনও তো বাগানে কিছুই জেতেননি তিনি, ড𓆉ুরান্ড ফাইনালে হেরেছেন। তাই আপাতত তাঁর কাছে এটিকের হয়ে আইএসএল জেতাপ সেরা মূহূর্ত বলে জানাচ্ছেন মোলিনা। সঙ্গে বলছেন হংকং লিগে তিনি কিচি দলের কোচিং করিয়েও চ্যাম্পিয়ন হয়েছিলেন, সেটা স্পেশাল মোমেন্ট।
আরও পড়ুন- পুত্র সন্তানের মা হলেন রিতিকা! রোহ𒈔িতের পরিবারে নতুন অতিথি! ৩ ♉থেকে ৪ হলেন…
এবারের এএফসি থেকে কিছু জোর করেই ছাঁটাই করে দেওয়া হয়েছে মোহনবাগানকে। ভারতের দল বলেই এটা করার সাহস পেয়েছে এএফসি। অন্য কোনও দল হলে এটা পারত না। সেই নিয়েই মোলিনা বলছেন, ‘আমরা আইএসএল জেতারই চেষ্টা করব, যাতে আগাꩲমী বছরও এএফসিতে খেলতে পারি। আর সেখানে গিয়ে দেখিয়ে দেব যে ভারতীয় দলগলোও শক্তিশালী হতে পারে। ’।
আরও পড়ুন- IPL নিলামের আগেই ব্যাট হাতে দাপট! রঞ্জিতে ত্রিশতর🐽ান RR, RCB-র প্রাক্তন তারকার…
আইএসএলের অষ্টম ম্যাচ আগামী শনিবার। হাতে এখনও সাতদিন সময় রয়েছে। মুখোমুখি হবে জামশেদপুরের। মোলিনা অবশ্য সেই ম্যাচের আগে বেশ বাস্তবিক কথাই বলছেন। তাঁর কথায়, ‘মোহনবাগান আমায় চেয়েছে, আর আমি রাজি হয়েছি বলে এখানে এসেছি। যেদিন আমি বা ক্লাব সন্তুষ্ট হবে 𝔍না একে অপরের প্রতি, সেদিন গোল্ডেন হ্যান্ডশেকই করে নেব ’।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।