গত সপ্তাহে খেলার মাঝেই মাঠে আচমকা লুটিয়ে পড়েছিলেন উরুগুয়ের ফুটবলার হুয়ান ইখকিয়ার্দো। তারপর যে ছবিটা গোটা ফুটবল বিশ্ব দেখেছিল তা সকলকে শোকাহত করে দিয়েছে। গত বৃহস্পতিবার সাও পাওলোর মরুম্বি স্টেডিয়ামে কোপা লিবারতাদোসের ম্যাচ চলাকালীন মাঠেই লুটিয়ে পড়েছিলেন উরুগুয়ের ফুটবলার হুয়ান ইখকিয়ার্দো। ন্যাশিওনাল ক্লাবের ওই ফুটবলার খেলা চলাকালীন আক্রান্ত হন হৃদরোগে। দ্রুত তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেদিনের পর থেকেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন তিনি। শেষ পর্যন্ত সেই লড়াই শেষ হল। মাত্র ২৭ বছর বয়সেই মৃত্যু হল হুয়ান ইখকিয়ার্দোর।
ইখকিয়ার্দো গত বৃহস্পতিবার থেকে হাসপাতালে ভর্তি। রবিবার থেকে ছিলেন ভেন্টিলেশনে। সাও পাওলোর অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার রাত ৯.৩৮ মিনিটে প্রয়াত হন হুয়ান ইখকিয়ার্দো। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করে বিবৃতি দিয়েছে তাঁর ক্লাব ন্যাশিওনাল।
হুয়ান ইখকিয়ার্দোর উরুগুয়াইন ক্লাব নাসিওনাল এই খবরটি নিশ্চিত করেছে। ব্রাজিলে সাও পাওলোর বিরুদ্ধে কোপা লিবার্তোদেস ম্যাচ চলাকালীন ২৭ বছর বয়সি ডিফেন্ডার আকস্মিকভাবে লুটিয়ে পড়েন। এরপর থেকেই তার চিকিৎসা চলছিল। চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয়েছে হুয়ান ইখকিয়ার্দোর। এক্স অ্যাকাউন্টে নাসিওয়াল লিখেছে, ‘গভীর দু:খ ও স্তম্ভিত হৃদয়ে ক্লাব নাসিওনাল জানাচ্ছে যে আমাদের ভীষণ প্রিয় ফুটবলার হুয়ান ইজিকুয়ের্দো মারা গিয়েছেন।তার পরিবার, সতীর্থ ও বন্ধুদের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা রইল। অপূরনীয় এই ক্ষতিতে নাসিওনাল শোক পালন করছে।’
আরও পড়ুন… আরজি করের ঘটনা নাকি প্রযুক্তিগত সমস্যা! কেন বাতিল করা হল ইস্টবেঙ্গলের ম্যাচ? কারণ খুঁজছে ময়দান
মউরুম্বি স্টেডিয়ামে এই ম্যাচের ৮৪ মিনিটে নিজে থেকেই পড়ে গিয়ে অচেতন হয়ে যান হুয়ান। এরপরেই তাঁকে অ্যাম্বুলেন্সে করে দ্রুত নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এরপর থেকে আলবার্ট আইনস্টাইন হাসপাতালের ইন্টেনসিভ কেয়ার ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। তবে সকল চেষ্টা বৃথা করে চিরতরে চলে যান এই ফুটবলার। হুয়ান ইখকিয়ার্দোর অকাল মৃত্যুতে শোকহত দক্ষিণ আমেরিকান ফুটবলের গর্ভনিং বডির সভাপতি আলেহান্দ্রো ডমিনগুয়েজ। তিনি জানিয়েছেন, ‘দক্ষিণ আমেরিকার ফুটবল শোক পালন করছে।’ হুয়ান যাদের বিরুদ্ধে ম্যাচে অসুস্থ হয়েছিলেন, ব্রাজিলের সেই সাও পাওলো ক্লাবও এই ঘটনায় শোকাহত। তারা জানিয়েছে, ‘ফুটবলের জন্য এটা দুঃখের দিন।’
আরও পড়ুন… পাকিস্তান সিরিজ শেষে এখনই দেশে ফিরবেন না শাকিব! অলরাউন্ডারের পাশে থাকার ইঙ্গিত দিল BCB
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।