ফের বড় ধাক্কা খেল মুম্বই সিটি এফসি। রবিবার কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে রীতিমতো নাস্তানাবুদ হতে হল ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। ০-৩ไ হারার পাশাপাশি দলের তারকা ফুটবলার মুর্তাদা ফল লা𝓀কার্ড দেখেন। স্বাভাবিক ভাবে সব মিলিয়েই চাপে পড়ে গিয়েছে মুম্বইয়ের দলটি।
এ দিন কেরালা মুম্বইয়ের সাপ্লাই লাইটাই কেটে দিয়েছিল। বল পজেশনে মুম্বই এগিয়ে থাকলেও গোল করতে দিল না দক্ষিণ ভারতের দলটি। ডিফেন্সিভ খেলে প্রতি আক্রম💙ণে গ𒉰োল করার লক্ষ্য নিয়েই মাঠে নেমেছিল কেরালা। পুরো পরিকল্পনা অনুযায়ী তারা খেলেছে। যার ফলে সাফল্যও পেয়েছে।
ম্যাচের ২৭ মিনিটের মাথায় সাহাল সামাদ ১-০ এগিয়ে দেন কেরালা ব্লাস্টার্সকে। বিরতিতে খেলার ফল ১-০♔-ই ছিল। মুম্বই অবশ্🔯য গোলশোধ করার জন্য ছটফট করছিল। কিন্তু গোলের মুখ খুলতে পারেনি তারা। দ্বিতীয়ার্ধে পাল্টা আরও দু'টি গোল করে চাপ বাড়িয়ে দেয় কেরালা ব্লাস্টার্স। দ্বিতীয়ার্ধের শুরুতেই পরপর দু'গোল পেয়ে যায় কেরালা।
৪৭ মিনিটে আলভারো ভাসকুয়েজ🌠 ২-০ করেন। এর পর ম্যাচের ৫০ মিনিটে ফাউল করে দ্বিতীয় হলুদকার্ড দেখায় মাঠ ছাড়তে হয় মুতার্দা ফলকে। আর পেনাল্টি পায় কেরালা। পেনাল্টি থেকে গোল করতে কোনও ভুল করেননি পেরেইরা দিয়াজ। তবে মুম্বই দশ জন হয়ে যাওয়ার পরে অবশ🎐্য কোনও গোল করতে পারেনি কেরালা। মুম্বইও গোলের মুখ খুলতে পারেনি।
এই নিয়ে দ্বিতীয় ম্যাচে হারল মুম্বই। ৭ ম্যাচের মধ্যে ৫টিতে তা﷽রা জিতেছে। ২টি ম্যাচ হেরেছ꧋ে। তবে ১৫ পয়েন্ট নিয়ে আইএসএল তালিকায় শীর্ষেই থাকল মুম্বই সিটি এফসি। কেরালা উঠে এল পাঁচে। ৬ ম্যাচে তাদের পয়েন্ট ৯।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।