আইএসএলের লিগের লড়াইয়ে সাপ-লুডোর খেলা অব্যাহত। সেই লড়াই আরও জমিয়ে দিল কেরালা ব্লাস্টার্স। বুধবার চেন্নাইয়িন এফসি-কে ৩-০ হারিয়ে লিগ তালিকার তিনে উঠে হল কেরালা। আর হেরে গিয়ে চেন্নাইয়ের টিম নেমে গেল ছꦡয়ে। এ দিনের ম্যাচে বিরতির আগেই দু'গোল করেছিল কেরালা। ৩ নম্বর গোলটি হয় দ্বিতীয়ার্ধে। উল্টোদিকে চেন্নাইয়িন গোলের মুখই খুলতে পারেনি।
এ দিন ম্যাচের শুরু থেকেই খেলার রাশ নিজেদের হাতে রেখেছিল কেরালা ব্লাস্টার্স। চেন্নাইয়িন সে অর্থে ছন্দেই ছিল না। ম্যাচের ৯ মিনিটের মধ্যেই পেরিরা দিয়াজের গোলে এগিয়ে গিয়েছিল কেরালা। প্রথমে গোল খেয়ে চাপ বাড়ে চেন্নাইয়🃏ের টিমটির। ৩৮ মিনিটে সেই চাপ দ্বিগুণ করে ২-০ করেন কেরালার সাহাল সামাদ। বিরতির আগেই ২-০ এগিয়ে যায় কেরালা ব্লাস্টার্স। দ্বিতীয়ার্ধেও খেলার রং খুব বেশি বদলায়নি। তবে চেন্নাইয়িন যে একেবারে সুযোগ পাইনি, তা কিন্তু নয়। যেটুকু সুযোগ তারা তৈরি করেছিল, সেগুলোও কাজে লাগাতে পারেনি। ম্যাচের ৭৯ মিনিটের মাথায় আদ্রিয়ান লুনা চেন্নাইয়িনের কফিনে শেষ পেরেকটি পোঁতেন। তাঁর গোলে ৩-০ করে কেরালা ব্লাস্টার্স।
এই নিয়ে ৭ ম্যাচের মধ্যে কেরালা ৩টি জিতেছে, তিনটি ম্যাচ ড্র করেছে। একটি ম্যাচে তারা হেরেছে। ১২ পয়েন্ট নিয়ে লিগ তালিকার তিনে উঠে এসেছে কেরালা। নিঃশ্বাস ফেলছে জামশেদপুর এফসি-র ঘাড়ে। জামশেদপুর আর কেরালা- দুই দলের পয়েন্টই এখন ১২। তবে গোল পার্থক্যে এগিয়ে রয়েছে জামশেদপুর। চেন্নাইয়িন এফসি আব🎀ার এই নিয়ে ৭ ম্যাচের মধ্যে ৩টিতে জিতেছে, ২টি ম্যাဣচ হেরেছে এবং ২টি ড্র করেছে। বুধবার তারা ছয়ে নেমে গিয়েছে। তাদের পয়েন্ট ১১।
২৬ ডিসেম্বর জামশেদপুর এফসির বিরুদ্ধে ম্যাচ রয়েছে কেরালা ব্লাস্টার্সের। সে দিনই জামশেদপুরকে টপকে যাওয়ার সু🏅যোগ রয়েছে কেরালার সামনে। ৩০ ডিসেম্বর চেন্নাইয়িন এফসি খেলবে বেঙ্গালুরু এফসির ব🤪িরুদ্ধে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।