আরꦺ্সেনাল ও লিভারপুলের মধ্যে লিগ কাপের দ্বিতীয় সেমিফাইনাল করোনার জেরে স্থগিত হয়ে গেলেও প্রথম সেমিফাইনাল কিন্তু নির্ধারিত সময়েই আয়োজিত হল। প্রথম সেমিফাইনালের প্রথম লেগে নিজের পুরনো দলের ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে নতুন দল টটেনহ্যাম হটস্পারকে নিয়ে এসেছিলেন অ্যান্তোনিও কন্তে। দুই লন্ডন ক্লাবের মধ্যে সেয়ানে সেয়ানে টক্কর ✅হওয়ার পূর্ণ সম্ভাবনা ছিল।
তবে ঘরের মাঠে চেলসি প্রথম থেকে শেষ পর্যন্ত দাপুটে পারফরম্যান্স দেখিয়ে ২-০ গোলে পরাস্ত করল করল স্পার্সকে। সেমিফাইন🐻ালের প্রথম লেগে মাত্র পাঁচ মিনিটেই এগিয়ে যায় চেলসি। স্পার্স ডিফেন্সে অল্প গোলমালের সুযোগে পায়ে বল পেয়ে গোলের উদ্দেশ্যে জোরাল শট মারেন কাই হ্যাভার্টস। দুর্ভাগ্যক্রমে তা ডেভিনসন স্যাঞ্চেজের পায়ে লেগে গোলে ঢুকে যায়। পাঁচ মিনিটেই লিড নিয়ে নেয় চেলসি। দ্রুত গোল করে সম্পূর্ণভাবে ম্যাচের রাশ নিজেদের দখলে নিয়ে নেয় চেলসি।
প্রথম গোলের ঠিক আধ ঘন্টা পরে ফের দুর্ভাগ্যের শিকার হয় স্পার্স। চেলসির হাকিম জিয়েখের ফ্রি-কিক স্পার্স ডিফেন্ডার জ্যাফেট টাঙ্গাগা ক্লিয়ার করতে গেলে, তা স্পার্সেরই বেন ডেভিসের কাঁধে লেগে গোলে ঢুকে যায়। দ্বিতীয়ার্ধে কোনো গোল না হওয়ায় ম্যাচ চেলসির পক্ষেই ২-০ শেষ হয়। ꦍগত ম্যাচে বিতর্কিত মন্তব্যের জন্যে বেঞ্চে বসতে হলেও এই ম্যা𝕴চে প্রথম ১১ সুযোগ পান রোমেলু লুকাকু। চেলসি গোলকিপার এডুয়ার্ড মেন্ডি আফ্রিকা কাপ অফ নেশনসে খেলতে যাওয়ায়, এ কয়দিন দায়িত্বে থাকবেন কেপা আরিজাবালাগা। ক্লিনশিট দিয়ে শুরুটা ভালই করলেন কেপা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।