২১ বছর আগে শতাব্দীর শুরুতে আর্জেন্তিনা থেকে কাতালুনিয়ায় পা রেখেছিল এক বালক। তার পরের দুই দশক ধরে শুধুই উত্থানের গল্প। ফুটবল পায়ে জাদুমন্ত্রওে সমর্থকদের বশ করে, একের পর এক নজির ভাঙা-গড়ার খেলা চালিয়েছেন লিওনেল মেসি। তবে বৃহস্পতিবার (৩১ জুন) শেষ হতে চলেছে তাঁর বার্সেলোন🐽া চুক্তি।
তাঁর সামনে প্যারিস সাঁ-জাঁ, ম্যাঞ্চেস্টার সিটিসহ একাধিক দলে🃏র প্রস্তাব রয়েছে বলেই শোনা গেছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হল, তবে কি সত্যি হতে হতে চলেছে প্রায় অভাবনীয় সেই জল্পনা সত্যিই বার্সার জার্সি চিরতরে সিন্দুকে তুলে রাখতে চলেছেন তিনি
ফুটবল সাংবাদিক ফাবরিজিও রোমানোর ꦕকথাতে আশ্বস্তই হবেন বার্সা সমর্থকে𒅌রা। তাঁর দাবি অনুযায়ী মেসি আগামী কয়েক ঘন্টায় ফ্রি এজেন্ট হয়ে যাবেন বটে, তবে তা সাময়িক সময়ের জন্য। শীঘ্রই দুই বছরের নতুন চুক্তিতে ২০২৩ পর্যন্ত বার্সায় থাকা নিশ্চিত হবে তাঁর। সেই অনুযায়ী সব কথাও হয়ে গিয়েছে। মেসি ও বার্সার চুক্তি এ সপ্তাহের শেষের দিকেই সরকারিভাবে ঘোষণা হওয়ার কথা।
গত মরশুমে কাতালুনিয়া দলের আধিকারিকদের ওপর খাপ্পা হয়ে দল ত্যাগের কথা বললেও নতুন সভাপতি হুয়ান লাপোর্তা আসাতেই ব🍒দলেছে ছবি। এই লাপোর্তা শেষবার যখন ক্লাবের সভাপতি ছিলেন, তখনই পেপ গুয়ার্দিওলার অধীনে মহাতারকা হয়ে ওঠার যাত্রাপথ শুরু করেন ‘এলএম১০’। দুই জনের সম্পর্কও বেশ মধুর। লাপোর্তা বারবার বিভিন্ন জায়গায় বলꦡে এসেছেন মেসি বার্সাতেই থাকছেন। অবশেষে তাঁর অঙ্গীকারই সত্যি হচ্ছে। মেসি বর্তমানে আর্জেন্তিনার সঙ্গে কোপা আমেরিকা খেলতে ব্যস্ত থাকায় সাময়িক যা দেরী হচ্ছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।