শুভব্রত মুখার্জি: একেবারে রুদ্ধশ্বাস ম্যাচে শেষ মুহূর্তে জয় ছিনিয়ে নিল লিওনেল মেসিরা। আর্জেন্তিনার বিশ্বকাপজয়ী তারকার অনবদ্য ফ্রিকিক গোলে জয় নিশ্চিত করল তারা। ফের একবার তাঁর পায়ের জাদুতে বিপক্ষের ডিফেন্ডারদের বোকা বানালেন মেসি। আর মে💖সির পায়ের জাদুতেই যেন লিলের বিরুদ্ধে কিছুটা হলেও দুঃসময় কাটিয়ে উঠতে সক্ষম হল পিএসজি। তবে পিএসজি সমর্থকদের জন্য খারাপ খবর এদিনের ম্যাচে চোটের কবলে পড়লেন তাদের ღতারকা ব্রাজিলিয়ান ফুটবলার নেইমার জুনিয়র।
ম্যাচের ১৭ মিনিটের মধ্যে লিলের বিরুদ্ধে দুবার গোল করে পিএসজি। এরপর হঠাৎ করেই যেন হয় ছন্দপতন। দুই গোলে এগিয়ে গিয়েও ৩ গোল হজম করতে হয় পিএসজিকে। তবে শেষ পর্যন্ত কাতার বিশ্বকাপের তারকা কিলি♋য়ান এমবাপে ও বিশ্বকাপজয়ী লিওনেল মেসির গোলে নাটকীয় জয় নিশ্চিত করে ক্রিস্তফ গালতিয়েরের ছেলেরা। নিজেদের ঘরের মাঠে রবিবার ৪-৩ গোলে জিতল পিএসজি। এমবাপে ম্যাচে জোড়া গোল করেন। এছাড়া নেইমার ও মেসি একটি করে গোল করꦡেছেন।
আরও পড়ুন:- IND vs AUS: বর্♍ডার-গাভাসকর ট্রফির মাঝেই ব্যক্তিগত কারণে দেশে ফিরছেন কামিন্স!
ফলে কঠিন সময় কাটিয়ে উঠল নেইমাররা। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচে হারের পর জয় পেল পিএসজি। তবে তাদের জন্য খারাপ খবর চোট পেয়ে স্ট্রেচারে করে নেইমারকে মাঠ ছাড়তে হয়েছে। ম্যাচে এম🐟বাপের অনবদ্য গোলে ১১তম মিনিটে এগিয়ে যায় পিএসজি। ছয় মিনিট পরেই পিএসজি দ্বিগুণ করে ব্যবধান। এবার গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার♍্ড নেইমার।
২৪তম মিনিটে একটি গোল শোধ করে দেয় লিল। আন্দ্রে গোমে♑সের কর্নারে হেডে গোল করেন ডিয়াকিতে।
দ্বিতীয়ার্ধের শুরুতে গোড়ালিতে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় নেইমারকে। এই ঘটনার ঠিক পাঁচ মিনিট পরই জোনাথন ডেভিডের সফল স্পট কিকে সমতায় ফেরে লিল । ডি-বক্সে মার্কো ভেরাত্তি ফাউল করাতে পেনাল্টি দিয়েছিলেন রেফারি। ৬৯তম মিনিটে ম্যাচে এগিয়ে যায় লিল। গোমসের পাস থেকে জোরাল শটে গোল করেন ফরাসি ফরোয়ার্ড জোনাথন বাম্বা। নির্ধারিত সময়ের মাত্র তিন মিনিট বাকি থাকতে নাটকীয়ভাবে দলকে সমতায় ফেরান এমবাপে। হুয়ান বার্নাতের পাস থেকে নিজের দ্বিতীয় গোল করেন তিনি। এরপর ম্যাচে আরো সাত মিনিট যোগ করা হয়। যোগ করা সময়ের প🌞ঞ্চম মিনিটে দলকে অনবদ্য ফ্🧔রি কিকে এগিয়ে দেন মেসি। তাঁর দুরন্ত ফ্রিকিকে বল পোস্টে লেগে জড়িয়ে যায় জালে। এই ম্যাচে জয়ের ফলে ২৪ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকল পিএসজি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।