টানটান উত্তেজনা প্রিমিয়র লিগে। চ্যাম্পিয়ন্স লিগে ব্যর্থতার পর এই টুর্নামেন্টে একপ্রকার দুর্দান্ত কামব্যাক করল এরিক টেন হাগের ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।𒅌 এক গুরুত্বপূর্ণ ম্যাচে তারা ড্র করে রুখে দিল লিভারপুলকে। অন্যদিকে, আর্সেনাল ব্রাইটনকে পরাজিত করে শীর্ষস্থান থেকে ছিটকে দিল ম্যান সিটিকে। এছাড়াও এই টুর্নামেন্টকে ঘিরে স্বস্তির খবর যে লুটন দলে🌞র অধিনায়ক টম লকিয়ার হৃদরোগে আক্রান্ত হওয়ার পর আপাতত সুস্থ রয়েছেন এবং এই মুহূর্তে তাঁর আরও পরীক্ষা চলছে।
এনফিল্ডে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড মুখোমুখি হয় লিভারপুলের। একটি কড়া টক্কর দেয় এরিক টেন হাগের দল। যদিও লাগাতার আক্রমণ আস🎀ে লিভারপুলের তরফ থেকে তবে ম্যানিউর রক্ষণভাগ তা রুখে দিতে সফল হয় এবং অবশেষে ম্যাচ শেষ হয় গোলশূন্য ফলাফলে। এই ড্রয়ের জেরে এই মুহূর্তে প্রতিযোগিতার সপ্তম স্থানে রয়েছে তারা। তাদের মোট সংগ্রহ ১৭ ম্যাচে ২৮ পয়েন্ট। এই ম্যাচ প্রসঙ্গে হাগ দাবি করেছেন, 'যখন আমরা মাঠে নেমেছি, তখন আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত টুর্নামেন্ট জেতা। তবে আজকের ম্যাচে আমাদের সবচেয়ে ভালো জিনিস হলো কেউ ভুল করলেও অন্য সতীর্থ তা শুধরে দিচ্ছে এবং লিভারপুলের কড়া আক্রমণ আমরা সফলভাবেই রꦏুখতে পেরেছি এবং এটা থেকে আমরা আগামী দিনের জন্য অনেক কিছু শিখলামও।'
দলের পারফরম্যান্স নিয়ে লিভারপুলের ম্যানেজার ক্লপ দাবি করেছেন যে ম্যান ইউনাইটেডের বিরুদ্ধে এই রকম দাপট তিনি আগে কোনদিনও দেখেননি। ক্লপ বলেন, 'যেই বিষয়টা আমার একেবারেই ভালো লাগেনি সেটা হল এই ম্যাচটা আমাদের আয়ত্তে ছিল। আমরা জিততে পারতাম, কিন্তু আমরা পারিনি শেষে। তবে ভালো জিনিস এটাই যে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে এর আগে কোনদিনও এমন আক্রম𒀰ণাত্মক ফুটবল দেখা যায়নি লিভারপুলের তরফ থেকে। তবে আজ সেটা তারা করে দেখিয়েছে। এটাই একটা প্লাস পয়েন্ট আর পরিবেশটা ভালো ছিল ম্যাচের জন্য।'
অন্যদিকে, ফের টেবিল টপার হয়ে গেলেন আর্সেনাল। ব্রাইটনকে ২-০ গোলে হারিয়ে লিভারপুল ও অ্যাষ্টন ভিলার থেকে এগিয়ে গেলেন আগে। এখনও পর্যন্ত তাদের সংগ্রহ ১৭ ম্যাচে ৩৯ পয়েন্ট। লিভারপুল ও অ্যাষ্টন ভিলা দুজনেই ১৭ ম্যাচ খেলে ৩৮ পয়েন্ট অর্জন করেছেন তবে দ্বিতীয় স্থানে রয়েছে লিভারপুল এবং তৃতীয়তে অ্যাস্টন ভিলা। এছাড়াও, এই প্রতিযোগিতকে ঘিরে স্বস্তির খবর টম লকিয়ারের সুস্থ হওয়া। সম্প্রতি লুট🍒ন অধিনায়কের বর্নমাউথের বিরুদ্ধে ম্যাচ খেলতে নেমে হৃদরোগে আক্রান্ত হওয়ায় ম্যাচ স্থগিত রাখা হয়েছিল। তিনি এখন সুস্থ আছেন, তবে পরীক্ষা চলবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।