দেশের তিন প্রান্তের তিন খ❀েলোয়াড়। প্রত্য🥃েকের প্রার্থনার ভঙ্গিমাও আলাদা। ফ্রেন্ডলি ম্যাচে বেলারুশের বিরুদ্ধে ভারতের হারের মধ্যে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল। অনেকেই বললেন, এটাই হল ভারত।
শনিবার বাহারিনে বেলারুশের বিরুদ্ধেღ প্রস্তুতি ম্যাচে নেমেছিল ভারত। ম্যাচ শুরুর আগ🅘ে ভারতের তিন খেলোয়াড়ের প্রার্থনার ছবি ভাইরাল হয়ে গিয়েছে। ছবিতে দেখা গিয়েছে, সাইডলাইনের ধারে মনবীর সিং, হরমিপাম রুইভা এবং ভিপি সুহের প্রার্থনা করছেন। প্রথমে দাঁড়িয়ে 🉐আছেন হরমিপাম। তারপরে আছেন মনবীর। শেষে দাঁড়িয়ে আছেন সুহের।
সেই ছবি নিয়ে এক নেটিজেন লেখেন, 'ভারতীয় ফুটবল দলের এই ছবিটা আমাদের দেশের সেই সকল দুর্দান্ত বিষয়কে তুলে ধরছে, যা আমাদের একত্রিত করে রেখেছে। দুর্দান্ত ছবি।' কেউ কেউ বলেছেন, এটাই হল ভারত। তবে আবার অনেকেই কটাক্ষ করতে ছাড়েননি। একজন ব꧑লেন, ‘ভারত মাতার কাছে তাঁদের প্রার্থনা করা উচিত।’ অপর একজন আবার প্রশ্ন করেন, ‘কেন জাতীয় দলের খেলোয়াড়দের ধর্মের ভিত্তিতে দেখা হবে?’
উল্লেখ্য, শনিবার ভারতের আক্রমণভাগে মনবীর ভালো খেললেও গোল করতে পারেননি। বেলারুশের অসম্ভব ভালো ডিফেন্সের সামনে বারবার মুখ থুবড়ে পড়ে ভারতের সমস্ত আক্রমণ। ফলে বাহারিনে ন্যাশনাল স্টেডিয়ামে ভারত নিজেদের সেভাবে মেলে ধরতে পারেনি। বিরতিতে খেলার ফল ছিল ০-০। বিরতির পরবর্তীতে তিন পরিবর্ত ফুটবলার🎀ের গোলে অনায়❀াসে ম্যাচ জিতে নেয় বেলারুশ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।