শনিবার ISL-এ মুখোমুখি হবে ইস্টবেঙ্গল এফসি এবং মোহনবাগান সুপার জায়ান্ট। তার আগে শুক্রবꦿার সাংবাদিকদের মুখোমুখি হলেন সব🉐ুজ-মেরুন কোচ হোসে মোলিনা এবং অধিনায়ক শুভাশিস বোস। আগামিকালের ম্যাচে ক্লিয়ার ফেভারিট মোহনবাগান। ISL-এ এখনও পর্যন্ত একটাও ম্যাচ জিততে পারেনি ইস্টবেঙ্গল। ৪ ম্যাচের ৪টিতেই পরাজিত হতে হয়েছে তাদের। তবে এই বিষয়কে বেশি গুরুত্ব দিতে নারাজ মোহনবাগান কোচ। তাঁর মতে, আগের পরিসংখ্যান গুরুত্বপূর্ণ নয় কালকের ম্যাচের জন্য, ৯০ মিনিট যেই দল ভালো খেলবে তারাই ম্যাচ জিতবে।
শেষ ম্যাচে মহামেডানের বিরুদ্ধে বড় ব্যবধানে জয় পেয়েছে মোহন꧑বাগান। কিন্তু এসব এখন কিছুই মোলিনার কাছে গুরুত্বপূর্ণ নয়। তাঁর পুরো ফোকাস কালকের গেমে। তিনি বলেন, ‘আগে কী হয়েছে সেটা এখন আর গুরুত্বপূর্ণ নয়। আগের পরিসংখ্যান আমাদের কালকের ম্যাচ জিততে সাহায্য করবে না। যদি কেউ মনে করে আমরা কালকের ডার্বিতে ফেভারিট, তা𝓰হলে বুঝতে হবে আমরা ভালো খেলছি। এই আত্মবিশ্বাসটাকেই কাজে লাগাতে হবে’।
মোহনবাগান কোচ বলেন, ‘দু’দলেই অনেক তারকা ফুটবলার আছে। ওদের যেমন ক্রেসপো-তালাল আছে, আমাদের দলেও দিমি-ম্যাকলারেন-আপুয়ার মতো ফুটবলার আছে। তাই লড়াই পঞ্চ𝔍াশ-পঞ্চাশ হওয়ꦏার সম্ভাবনা'। অন্যদিকে দিমিকে প্রথম একাদশে খেলানো প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘দিমি খুবই ভালো খেলোয়াড়, কালকে প্রথম একাদশে থাকবে কী থাকবে না সেটা কালকেই দেখতে পারবেন’। মোলিনা এদিন স্পষ্ট করেন সাহাল সহ বাকি ফুটবলাররা সম্পূর্ণ ফিট রয়েছেন, কারোর চোট-আঘাত জনিত সমস্যা নেই।
অন্যদিকে কোচের সঙ্গে সহমত পোষণ করেন মোহনবাগান অধিনায়ক শুভাশিস বোস। তিনি বলেন, ‘ডার্বিতে কেউ ফেভারিট হয় না। ফেভারিট শুধু ফ্যানদের কাছে, ইস্টবেঙ্গল সমর্থকদের কাছে ইস্টবেঙ্গল ফেভারিট এবং মোহনবাগান সমর্থকদের কাছে মোহনবাগান ফেভারিট। ওরাও চাইবে কাল নিজেদের ১০০ শতাংশ দেওয়ার। আমরাও আমাদের সেরাটা𝓀 দ🏅িয়ে ম্যাচ জয়ের চেষ্টা করব’।
এবছর ইস্টবেঙ্গল-মোহনবাগান লড়াই শুধু মাঠে সীমাবদ্ধ নেই, ট্রান্সফার উইন্ডো হোক কিংবা আনোয়ার ইস্যু, যুযুধান এই দুই শিবির বারবার মাঠের বাইরেও লড়াইয়ে জড়িয়েছে। শুভাশিস এই বিষয়ে বলেন, ‘আমার কাছে মাঠের লড়াই গুরুত্বপূর্ণ। ফুটবলার হিসেবে মাঠের বাইরে কী হচ্ছে তাতে মন দিই না। কাল মাঠেই খেলা হবে’। শুভাশিস স্পষ্ট করেন তিনি সব সময় মোহনবাগানের প্রয়োজনে গোল করার জন্য প্রস্তুত। কোচ মোলিনা এবং অধিনায়ক, দু’জনের 𒉰কথাতেই স্পষ্ট আগামীকাল ম্যাচে তারা ৩ পয়েন্ট পাওয়ার লক্ষ্যেই খেলতে নামবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।