কলকাতা ফুটবল লিগে নয়া মোড়। লিগ শিরোপার আরও কাছে ইস্টবেঙ্গল। IFA-র সিদ্ধান্তে ইস্টবেঙ্গল-মহামেডান ম্যাচের পুরো পয়েন্ট পেল লাল-হলুদ শিবির। এর ফলে বর্তমানে লিগ শীর্ষে থাকা ইস্টবেঙ্গলে ৪১ থেকে ৪৩ পয়েন্টে পৌঁছে গেল। অপরদিকে ৪০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ডায়মন্ড হারবার এফসি। পুজোর আগে চ্যাম্পিয়ন কারা নির্ধারণ হওয়ার কথা থাকলেও ডায়মন্ড হারবারের আইলিগ ৩-এর ম্যাচ থাকায় তা পিছিয়ে দেওয়া হয়। আগামী ১৪ অক্টোবর মুখোমুখি হবে প্রথম এবং দ্বিতীয় স্থানে থাকা এই দু’দল। তবে IFA-এর সিদ্ধান্তে খুশি নন কুণাল ঘোষ। এই সিদ্ধান্ত জানানোর পরই তিনি নিজের ক্ষোভ প্ꦚরকাশ করেন।💞 অভিযোগ করেন, ইস্টবেঙ্গলকে সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা করছে IFA।
মোহনবাগানের সহ-সভাপতি নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, 𓂃‘IFA কি বাংলার ফুটবলের অভিভাবক, নাকি শুধু ইস্টবেঙ্গলের অভিভাবক? মহমেডান স্পোর্টিংয়ের যুক্তি না শুনে কেন ইস্টবেঙ্গলকে গায়ের জোরে ৩ পয়েন্ট দেওয়া হল? ওদের চ্যাম্পিয়ন করাতে চক্র সক্রিয়। কারণ এর ফলে ডায়মন্ড হারবারের থেকে ১ পয়েন্টে এগিয়ে থাকা ইস্টবেঙ্গল ৪ পয়েন্টে এগিয়ে গেল। এই IFA-তে পুরো বদল দরকার। ৩-৪ জন মিলে দিনের পর দিন এই একতরফা 🦹কাজটা চালাচ্ছে। এসব বন্ধ হোক’।
মহামেডানের পয়েন্ট কাটা গেল কেন? অভিযোগ, কলকাতা লিগের প্রিমিয়র ডিভিশনে লাল হলুদের বিরুদ্ধে ম্যাচে সন অফ সয়েল অর্থাৎ ভূমিপুত্র খেলানোর নিয়ম ভেঙেছিল তারা। IFA-এর নিয়ম অনুযায়ী মাঠে কমপক্ষে ৪ জন ভূমিপুত্র থাকতে হবে। কিন্তু ৯০ মিনিট পর্যন্ত ৪ জন ভূমিপুত্রকে মাঠে না রাখার অভিযোগ ওঠে মহামেডানের বিরুদ্ধে। এরপরই মঙ্গলবার বৈঠক ডাকা হয় IFA-এর তরফে। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় ইস্টবেঙ্গলকে ওই ম্যাচের ꧅পুরো পয়েন্ট দেওয়া হবে। শাস্তি স্বরূপ সাদা-কালো শিবিরের পয়েন্ট কাটা যাবে।
প্রসঙ্গত, ২০ সেপ্টেম্বর কলকাতা লিগে মুখোমুখি হয়েছিল বাংলার ফুটবলের এই দুই প্রধান। নৈহাটিতে সুপার সিক্সের ম্যাচে নির্ধারিত সময়ের শেষে ফলাফল ছিল ২-২। ইস্টবেঙ্গলের হয়ে জোড়া গোল করেছিলেন জেসিন টিকে। মহামেডানের হয়ে গোল দুট꧟ি করেন সামাদ এবং রবিনসন। ম্যাচে ২১ মিনিটে সাদা-কালো ব্রিগেডের হয়ে প্রথম গোলটি করেছিলেন সামাদ। দু’বার পিছিয়ে পড়েও দুরন্ত কামব্যাক করে ম্যাচ ড্র করে ইস্টবেঙ্গল। লাল-হলুদের এখনও দু’টি খেলা বাকি আছে। ১টি ম্যাচে জয় পেলেই চ্যাম্পিয়ন হয়ে যাবে বিনো জর্জের ছেলেরা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।