স্প্যানিশ কোচ হোসে মোলিনার জাদু স্পর্শে ফের ফুল ফুটেছে মোহনবাগানে। এমনিতেই আইএসএলে বেশ ভালো পারফরম্যান্স সবুজ-মেরুনের। তবে তাদের আক্ষেপ ছিল দ্বিমুকুট জিততে না পারার। গত মরশুমে (২০২৩-২৪) মোহনবাগান লিগ শিল্ড জিতেছিল। সেই সঙ্গে তারা আইএসএলের ফাইনালেও উঠেছিল। কিন্তু অল্পের জন্য তাদের ট্রফি হাতছাড়া হয়েছিল। তবে ২০২৪-২৫ মরশুমে মোলিনার ছোঁয়ায় অধরা স্বপ্নও পূরণ হয়েছে। এবার লিগ ✨শিল্ড সহ আইএসএল ট্রফি জিতেছে সবুজ-মেরুন ব্রিগেড। এর আগেও মোলিনার কোচিংয়ে আইএসএল জিতেছিল এটিকে। তখনও মোহনবাগান গোয়েঙ্কাদের সঙ্গে মিলিত হয়নি। এবং তারা জাতীয় লিগ খেলত।
যাইহোক বাগান এবং গোয়েঙ্কাদের জন্য মোলিনা যেন লাকি চার্ম হয়ে গিয়েছে। এখন প্রশ্ন হল, মোলিনা কি নতুন মরশুমেও কোচ হিসেবে থাকবেন। ২০১৬ সালে যে বার এটিকে-কে চ্যাম্পিয়ন করেছিলেন, সেবারও তিনি চুক্তি বাড়াননি। এই বছর তাঁকে রাখতে মরিয়া বাগান কর্তারা। সূত্রের খবর অবশ্য, মোলিনা নাকি আরও এক মরশুম থাকতে রাজি হয়েছেন। এবং মোহনবাগানের সঙ্গে চু๊ক্তিতে সইও করে দিয়েছেন। আইএসএল ট্রফি জয়ের পর মোলিনা নিজেও বলেছিলে꧟ন, ‘আমার সঙ্গে ক্লাবের এক বছরের চুক্তি হয়েছিল। যদি লিগ-শিল্ড বা কাপ জিততে পারি, তা হলে আরও এক বছর চুক্তি বাড়াবে বলেছিল। দু'টোই জিতেছি। এ বার ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে দেখি ওরা আমাকে রাখতে চায় কি না। আশা করি রাখবে।’
কোচ থাকতে চাইলে, মোহনবাগান তাঁকে রাখবে না, সেটা হয় নাকি। কোচ হিসেবে চুক্তিপ♏ত্রে সই করে দেওয়ায়, এখন মোলিনার সঙ্গে বসে পরের মরশুমের দল তৈরি নিয়ে আলোচনায় করতেও আর কোনও বাধা থাকার কথা নয়। শোনা যাচ্ছে, সুপার কাপ শুরুর আগেই মেলিনার সঙ্গে আলোচনায় বসতে চাইছেন মোহনবাগান কর্তারা। এবং কাকে রাখা হবে, ছাড়া হবে, কী রকম দল হবে, সবটাই ঠিক করে ফেলতে চাইছেন তাঁরা। এখন থেকেই আসলে ঘর গোছানো শুরু করে দিতে চাইছে সবুজ-মেরুন।
মোলিনা আইএসএল ট্রফির জেতার পর বলেছিলেন যে, তাঁর সেরা কোচিং এখনও দেখেননি কেউ। পরের মর𒈔শুমে কোচ হিসেবে থাকলে, হয়তো সেটা দেখার সুযোগ হবে ফুটবল প্রেমীদেরও। মোলিনার দাবি ছিল, ‘কোচ হিসেবে আমার সেরা সময়টা আসা এখনও বাকি। এর থেকেও ভালো মুহূর্ত উপহার দিতে পারি। এর আগে ২০১৬ সালে এখানে আইএসএল কাপ জিতেছিলাম। এ বার লিগ-শিল্ড এবং কাপ দুটোই জিতেছি🦩। প্রচণ্ড খুশি আমি।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।