ইরানে যুদ্ধের আবহে দল না পাঠানোর সিদ্ধন্ত নিয়েছিল মোহনবাগান। তার জেরে বড় ‘শাস্তির’ মুখে পড়তে হল তাদের। AFC-র তরফে সোমবার জানিয়ে দেওয়া হয়, আর এই মরশুমে চ্যাম্পিয়ন্স লিগ ২-এর ম্যাচ খেলতে পারবে না সবুজ-মেরুন শিবির। এরপরই এই ‘কঠোর’ সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াইয়ের পথে যাওয়ার ভাবনা চিন্তা করছে টিম ম্যানেজমেন্ট। ২ অক্টোবর ACL ২-এ ট্রাক্টর এফসির বিরুদ্ধে ইরানে ম্যাচ ছিল মোহনবাগানের। সেই ম্যাচই খেলোয়াড়দের নিরাপত্তার কথা♕ মাথায় রেখে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল তারা। সেই কারণে বড় ‘শাস্তির’ মুখে পড়তে হল মোহনবাগানকে। যদিও ক্লাব কর্তারা বলেছেন, ‘এটি এক তরফা সিদ্ধান্ত, আমরা আইনজীবীদের সঙ্গে পরামর্শ করছি’।
তবে শুধু ম্যানেজমেন্ট নয়, দলের ৩৫ জন ফুটবলারও ইরানে খেলতে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। সেই মর্মে ক্লাব কর্তাদের চিঠিও দেন। এরপরই সেই চিঠি AFC-র কাছে পাঠিয়ে দিয়ে খেলতে না যাওয়ার কথা জানিয়ে দেয় মোহনবাগান। সোমবার AFC তাদের ওয়েবসাইটে এক বিবৃতিতে লিখেছে, ‘২ অক্টোবর ইরানের তাবরিজে ট্রাক্টর এফসির বিরুদ্ধে মোহনবাগান সুপার জায়ান্ট খেলতে যায়নি। তাই AFC চ্যাম্পিয়ন্স লিগ ২-এর ৫.২ ধারা অনুযায়ী ধরে নেওয়া হয়েছে যে তারা এই প্রতিযোগিতা থেকে তাদের নাম তুলে নিয়েছে’। একই সঙ্গে মোহনবাগানের এই টুর্নামেন্টের সব গোল এবং পয়েন্ট বাতিল হিসেবে ধরে নেওয়া হচ্ছে। উল্লেখ করা হয়েছে, ‘৫.৬ ধারা অনুযায়ী, এই টুর্নামেন্টে মোহনবাগান এখনও পর্যন্ত যতগুলি ম্যাচ খেলেছে সবগুলি বাতিল হিসাবে ধরা হচ্ছে। তাই ৮.৩ ধারা অনুযায়ী, গ্রুপ এ-র পয়েন্ট তালিকা হিসাব করার সময় মোহনবাগানের পয়েন্ট🐈 বা 𝓡কোনও গোল হিসাব করা হবে না’।
প্রসঙ্গত, মোহনবাগান এখনও পর্যন্ত ACL ২-এ একটি মাত্র ম্যাচ খেলেছিল। সেখানে রাভশানের বিরুদ্ধে গোল শূন্য ড্র করেছিল তারা। এরপর দ্বিতীয় ম্যাচ ছিল ইরানের ট্রাক্টর এফসির বিরুদ্ধে। সেটাই না খেলতে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় সবুজ-মেরুন শিবিরের তরফে। এক ক্লাব কর্তা বলেছেন, ‘আমরা ফুটবলারদর নিরাপত্তার কথা মাথায় রেখে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। সেটাই আমাদের মুখ্য প্রাধান্য। আমরা বিদেশমন্ত্রকে চিঠি দিয়েছিলাম। সেখানের নির্দেশিকায় উল্লেখ ছিল, এখন ইরান বা ইজরায়েলে কেউ সফর করতে চাইলে তাকে নিজেඣর দায়িত্বে করতে হবে’। এখন দেখার শেষ পর্যন্ত মোহনবাগান AFC-র বিরুদ্ধে লড়াইয়ে জয়ী হতে পারে কিনা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।