কলকাতা ফুটবলে এবার মেসি-মারাদোনা দেশ আর্জেন্তিনার ফুটবলার। সব ঠিকঠাক থাকলে কলকাতার ক্লাবে আসতে চলেছেন আর্জেন্তিনার ফুটবলার অ্যালেক্সিজ গোমেজ। নতুন মরশুমে আর্জেন্তিনার ফুটবলার অ্যালেক্সিজকে সাদা-কালো জার্সিতে খেলতে দেখা যাবে। মহমেডান স্পোর্টিংয়ের সঙ্গে অ্যালেক্সিজ গোমেজের কথাবার্তা প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে বღলেই খবর পাওয়া যাচ্ছে। আর্জেন্তিনা থেকে সুদেভা দি🌱ল্লিতে খেলতে এসেছিলেন অ্যালেক্সিজ। তাঁর খেলা নজর কেড়েছিল সাদা-কালো ব্রিগেডের।
সুদেভার কোচ শঙ্করলাল চক্রবর্তীও সোশ্যাল মিডিয়ায় প্রশংসা করেছিলেন অ্যালেক্সিজের। কিন্তু এবারের আই লিগে সুদেভা হতশ্রী পারফরম্যান্স করেছে। নতুন মরশুমে তাই ক্লাব বদল ক𒊎রতে চলেছেন অ্যালেক্সিজ। শোনা যাচ্ছে সবকিছু ঠিকঠাক থাকলে তিনি আসতে চলেছেন মহমেডান স্পোর্টিং ক্লাবে। উল্লেখ্য, আর্জেন্তিনার বিশ্বজয়ী দলের সদস্য এনজো ফার্নান্দেজের বন্ধু হলেন অ্যালেক্সিজ। একসঙ্গে বেড়ে উঠেছেন দু’ জন। নিজের খেলা প্রসঙ্গে অ্যালেক্সিজ বলে থাকেন, তাঁর খেলার ধরন অনেকটা কার্লোস তেভেজের মতো।
আরও পড়ুন… IND vs AཧUS: নার্ভাস হয়ে ক্যাচ ফেলল ভরত, রায় কার্তিকের, চাঁচাছোলা আক্রমণ বাকি🅰 প্রাক্তনীদের
ভারতে অ্যালেক্সিজের খেলার প্রশংসাও করেছেন অনেকেই। এই মরশুম প্রায় শেষের মুখে। সব ঠিকঠাক থাকলে নতুন মরশুমে ফুটবলের মক্কায় খেলতে দেখা যেতে পারে অ্যালেক্সিজকে। সবকিছু ঠিকঠাক থাকলে কলকাতা ময়দান পেতে চলেছে আর্জেন্তিন🅠ার বুয়েনোস আইরেসের স্পর্শ।
এদিকে চলতি মরশুমের আগেও কোচ বদলে লাভ হয়নি। আন্দ্রে চেরনিশভের পরিবর্তে কিবু ভিকুনাকে কোচ করে আনা হয়েছিল মহমেডানে। তবে সেই সময়ে কোনও লাভ হয়নি। হারের ধারা অব্যাহত ছিল সাদা কালো ব্রিগেডে। তবে মেহরাজউদ্দিন ওয়াডুকে কোচ করে আনতেই আগুনে মেজাজে খেলছে সাদা-কালো শিবির। এবার নতুন মরশুমে মেসি-মারাদোনা꧑র দেশের ফুটবলার এনে দলকে আরও শক্তিশালী করতে চাইছে মহমেডানের কর্তারা। চলতি মরশুমে সাদা কালোর তৃতীয় কোচ মেহরাজ জয় দিয়ে যাত্রা শুরু করেছেন।
এদিকে ২১ ম্যাচ শেষে ৬টি ম্যাচ জিতে ২৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ১০ নম্বরে রয়েছে মহমেডান স্পোর্টিং ক্লাব। চলতি মরশুমে নিজেদের পরবর্তী ম্যাচ খেলতে ১১ মার্চ অর্থাৎ শনিবার সুদেভা দিল্লির সঙ্গে খেলতেই নামবে তারা। এই ম্যাচ জিতে লিগে নিজেদের শেষটা ভালো করতে চাইবে মেহরাজউদ্দিনের মহমেডান স্পোর্টিং💯 ক্লাব। তবে এর মাঝেই পরবর্তী মরশুমের দিকে তাকিয়ে দল গঠন শুরু ক꧅রে দিয়েছে সাদা কালো ব্রিগেডের কর্মকর্তারা।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলಌায়। 💜HT App ডাউনলোড করার লিঙ্ক //htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।