দল আইলিগ জিততে পারেনি। কিন্তু এই মরশুমে লড়াকু পারফরম্যান্স করেছে মহমেডান স্পোর্টিং। যে কারণে তারা পরের মরশুমেও দায়িত্বে রেখে দিচ্ছে রাশিয়ান হেড কোচ আন্দ্রে চেরনিশভকে। এমনটা অবশ🐭্য প্রত্যাশিতই ছিল।
ক্লাব সূত্রের খবর, কর্মকর্তারা চেরনিশভের পারফরম্যান্সে বেশ খুশি এবং টিম স্পিরিট ধরে রাখতেই রাশিয়ান কোচকে রেখ✃ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন: ইতিহাস গড়তে পারল না মহামেডান, অধরা থাকল আই লিগ, আবারও বাংলাকে𝔍 মাত কেরা🅠লার
৫৩ বছরের কোচ এর আগে গত দু'দশক ধরে ক্লাব ও আন্তর্জাতিক স্তরে কোচিং করিয়েছেন। চেরনিশভ ১৯৯০ সালে অনূর্ধ্ব-২১ ইউরো চ্যাম্পিয়নশিপ খেলেছেন। সোভিয়েত ইউনিয়নের জাতীয় যুব দলে ছিলেন তিনি। খেলায়োড় জীবনকে বিদায় জানিয়েই কোচিং শুরু করে দে। রাশিয়ার অনূর্ধ্ব-২১ দলও সামলဣেছেন চেরনেশোভ। এছাড়াও স্পার্টাক মস্কোর মতো রাশিয়ার একাধিক ক্লাবে তিনি ছিলেন ম্যানেজার।
মহমেডানে এসেও ক্লাবকে সাফল্যের মুখ দেখিয়ে🐈ছেন তিনি। দীর্ঘ ৪০ বছর পর কলকাতা লিগ চ্যাম্পিয়ন হয়েছে মহমেডান। ডুরান্ড কাপ ও আইলিগে রানার্স আপ হয়েছে। স্বভাবতই সাদা-কালো কর্তারা মনে করছেন. চেরনিশভই সাফল্যের দিকে নিয়ে যাবেন 🌄ক্লাবকে। তাই তাঁর উপরেই নতুন মরশুমে ভরসা রাখা হচ্ছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।