শুরুটা ভালো না হলেও, ISL আবার স্বমহিমায় মোহনবাগান সুপার জায়ান্ট𝓰। বুধবার হায়দরাবাদের বিরুদ্ধে শেষ ম্যাচেও ২-০ ব্যবধানে জয় পেয়েছে তারা। শুধু তাই নয়, টানা ৩ ম্যাচ জিতে বেশ আত্ববিশ্বাসী সবুজ-মেরুন ফুটবলাররা। তবে কোচ মোলিনাকে জয়ের থেকেও বেশি তৃপ্তি দিচ্ছে ক্লিনশিট। শেষ ৩ ম্যাচেই মোহনবাগানের রক্ষণ ভাগের খেলোয়াড়রা একটি গোলও করতে দেননি প্রতিপক্ষকে। মরশুমের শুরুতে একটু নড়বড়ে দেখাচ্ছিল তাদেরকে। কিন্তু যত সময় এগিয়েছে খেলোয়াড়দের মধ্যে বোঝাপড়া বেড়েছে। হায়দরাবাদে অবশ্য লড়াইটা সহজ ছিল না মোহনবাগানের জন্য। ম্যাচ জয়ের জন্য যথেষ্ট ঘাম ঝরাতে হয় তাদের। ৩৭ মিনিটের মাথায় মনবীর সিং ও ৫৫ মিনিটের মাথায় অধিনায়ক শুভাশিস বোসের করা গোলে জয় পায় মোহনবাগান।
এদিন ম্যাচ শেষে মোহনবাগানের কোচ বলেন, ‘ম্যাচের ফলাফলে আমি খুশি। টানা জয় এবং তাও গোল না হজম করে, এটা খুবই দারুন ব্যাপার। সেই জন্যই খুশিটা আরও বেশি। ম্যাচটা কঠিন ছিল। হায়দরাবাদ প্রথম থেকে আমাদের চাপে রাখার চেষ্টা করছিল। ওদের আক্রমণে গতি ছিল। ওদের উইঙ্গাররা দ্রুত আক্রমণে উঠে আসছিল, যা আমাদের জন্য সমস্যা তৈরি করছিল। তবে আমাদের রক্ষণ ভাগের খেলোয়াড়রা আজ নিজেদের ভালো ভাবে গুছিয়ে রাখতে পেরেছে। ফলে আমাদের গোল খেতে হয়নি’। মোলিনা মনে করেন আরও বড় ব্যবধ❀ান♎ে জিততে পারত তাঁর দল। তিনি বলেন, ‘মনবীর একটা ভালো সুযোগকে কাজে লাগিয়ে আমাদের এগিয়ে দেয় এবং তার পর থেকেই আমরা ম্যাচটাকে নিয়ন্ত্রণে করতে থাকি। ওদের চেয়ে আমাদের পায়ে বেশি বল ছিল, গোলের সুযোগও তৈরি করি বেশি। দ্বিতীয়ার্ধে আমরা আরও গোল পেতে পারতাম। শেষ দিকেও অনেক সুযোগ নষ্ট হয়েছে। তবে দলের এই পারফরম্যান্সে আমি খুশি।’
উল্লেখ্য, AFC চ্যাম্পিয়ন্স লিগ ২-এর ম্যাচ না থাকায় অনেক বিশ্রাম পাচ্ছে মোহনবাগানের ফুটবলাররা। কোচ মনে করছেন এর ফলে লাভবান হচ্ছে তাঁর দল। নিজেদের ফিট করে তোꦍলার পর্যাপ্ত সুযোগ পাচ্ছে ফুটবলাররা। মোহনবাগানের পরবর্তী ম্যাচ রয়েছে ১০ নভেম্বর। মুখোমুখি হবে ওড়িশার। মাঝে দীর্ঘ ছুটিতে পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন মনবীররা। এই মুহূর্তে ISL-এ ৬ ম্যাচ খেলে ১৩ পয়েন্ট নিয়ে ২ নম্বরে রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। এখনও পর্যন্ত তারা ৪টি ম্যাচে জয় লাভ করেছে, ১টিতে ড্র🎉 করেছে এবং ১টিতে পরাজিত হয়েছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।