আজ নিজামের শহরেই মোহনবাগান 🦋খেলতে নামছে হায়দরাবাদ এফসির বিরুদ্ধে। অ্যাওয়ে ম্যাচ হলেও বাগানের টার্গেট তিন পয়েন্ট। 𝄹ধারে ভারে থাংবোই সিংটোর দলের থেকে অনেকগুন শক্তিশালী মোহনবাগান। দলে একাধিক বিশ্বকাপার রয়েছে। কিন্তু কম্বিনেশনগত কারণে তাঁদের একসঙ্গে নামানো সম্ভব হচ্ছে না। এরই মধ্যে বাগান কোচ যথেষ্টই সমীহ করছে প্রতিপক্ষকে। এই ম্যাচেও ক্লিনশিট ধরে রাখতে মরিয়া বাগান।
আরও পড়ুন-পাকিস্𒐪তানের মুখের গ্রাস ছিনিয়ে অজিদের জিতিয়েছিলেন T20 বিশ্বকাপ! অবসর সেই অ𒐪জি তারকার…
হায়দারাবাদকে হাল্কাভাবে নিচ্ছে না বাগান-
মহমেডানকে ৩ গোলে উড়িয়ে দেওয়ার পর ইস্টবেঙ্গলকেও সহজেই হারিয়েছে মোহনবাগান। কিন্তু গত ম্যাচে আবার হায়দারাবাদ এফসি কলকাত🐓ায় এসে চার গোল দিয়ে গেছে মহমেডান স্পোর্টিংকে। সেই ম্যাচ দেখার পরই লিগের নিচের সারিতে থাকা হায়দরাবাদকে নিয়ে যথেষ্ট সতর্ক বাগান কোচ।লিগ শিল্ডের লড়াইয়ে থাকতে গেলে এই ম্যাচগুলো জিততে হবে।
আরও পড়ুন-যখন কেউ ছিল না গম্ভীরই ছিলেন! ভারতীয় নন, এ🍨ই ജবিদেশিকে আইডল মানেন নাইটদের রমনদীপ!
ক্লিনশিট রাখতে মুখিয়ে মোহনবাগান-
ডুরান্ডের ফাইনাল এবং আইএসএলের শুরুর দিকে কয়েকটা ম্যাচে পরপর প্রত্যেক ম্যাচেই নিয়ম করে গোল খেয়েছিল মোহনবাগান দল, যা নিয়ে বেজায় চিন্তায় ছিলেন কোচ হোসে মোলিনা। তবে জোড়া 🐈বিদেশি আলবার্তো রদ্রিগেজ এবং টম আলদ্রেডকে ডিফেন্সে খেলানোয় এখন বাগ🦹ানের রক্ষণ অনেকটাই জমাট। এই ম্যাচেও তেমন বদল আনতে চাননা বাগানের স্প্যানিশ কোচ।
আরও পড়ুন-জিম্বাবোয়ে নিয়ে যেতে চেয়েছিলেন বাবরকে! মানেনি PCB… অভিমানে𒁏ইಞ পদত্যাগ কার্স্টেনের!
ম্যাচ শুরু সন্ধে সাতটায়, খেলা হায়দরাবাদে-
ম্যাচ শুরু সন্ধে সাড়ে সাতটায়, দেখা যায় স্পোর্টস ১৮-র তিন নম্বর চ্যানেল এবং জিওসিনেমায়। এছাড়া জিও টিভিতে লাইভ সম্প্রচারের ব্যবস্থা থাকছে। এই ম্যাচে সামনে জেমি ম্যাকলারেন এবং উইদ্রল হিসেবে গ্রেগ স্টুয়ার্টকে রাখা হജচ্ছে। পাঁচ ম্যাচে এখনও পর্যন্ত ১৭টি চান্স তৈরি করেছেন গ্রেগ, যা আইএসএলে এখনও পর্যন্ত এই সংস্করণে সর্বোচ্চ। যদিও সাহাল, আশিক কুরুনিয়ানের মতো ফুটবলার রিজার্ভে থাকা যেমন একদিন থেকে বাগান কোচের স্বস্তির কারণ। তেমন তাঁদের বেশিক্ষণ মাঠের বাইরে বসিয়ে রাখাও মোলিনার পক্ষে সহজ নয়।
আরও পড়ুন-হ♎োম অ্যাডভান্টেজ কাজে না লাগিয়েও বর্ডার গাভাসকর সিরিজ জিতবে অস্ট্রেলিয়া! হুঙ্কার হেডেনের…
আমরাই ফেভারিট, বলছেন মোলিনা-
হায়দরাবাদ ম্যাচের আগে সবুজ মেরুনের হেডস্যার বলছেন, ‘খাতায় কলমে যদি দেখা যায় তাহলে নিঃসন্দেহে আমরাই ফেভারিট হিসেবে মাঠে নামছি, কারণ আমাদের দলে বহু জাতীয় দলের ফুটবল🌟াররা রয়েছে। তবে এই ম্যাচেও আমা💝দের টার্গেট থাকলে ক্লিনশিট রেখেই মাঠ ছাড়া। ওরা মহমেডান ম্যাচে বেশ ভালো ফুটবল খেলেছে, তাই আমরা ওদের নিয়ে যথেষ্ট সতর্ক। তবে আমাদের গেম প্ল্যানে তেমন কোনও পরিবর্তন হচ্ছে না। আমরা আমাদের সেরা ফুটবলটা খেলে তিন পয়েন্ট তুলে নেওয়ারই চেষ্টা করব'।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।