প্রথমবার আইএসএল চ্যাম্পিয়ন হয়েই আগামী মরশুমের জন্য দল গোছাতে নেমে পড়েছে সবুজ-মেরুন। বড় চমক দিতে নিয়ে আসা হচ্ছে কাতার বিশ্বকাপে খেলা অস্ট্রেলিয়ার জেসন কামিংসকে। ইতিমধ্যেই প্রায় সব কথা বার্তা সারা হয়ে গিয়েছে। শুধু কামিংসের সবুজ সংকেতের অপেক্ষা। তারপরই মোহনবাগানে যোগ দেবেন বিশ্বকাপার। কামিংসকে কলকাতায় নিয়ে আশার ব্যাপারে আত্মবিশ্বাসী বাগান কর্তারাও। বিশ্বকাপারকে নিয়ে আবেগে ভাসছে মোহনবাগান সমর্থকরা। চ্যালেঞ্জ রয়েছে বাগান কর্তাদের কাছেও। মুম্বই সিটি এফসিরও🌄 সঙ্গে অনেকটাই কথা এগিয়েছে বিশ্বকাপারের। সেখান থেকে ছিনিয়ে আনতে হবে তাদেরকে। এই কাজে যে অর্থ কোনও রকম বাধা সৃষ্টি করবে না তা আগেই বোঝা গিয়েছিল।
আইএসএলে গতবার চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান। চ্যাম্পিয়ন হলেও স্ট্রাইকারের অভাবে ভুগতে সবুজ-মেরুন ব্রিগেডকে। মোহনবাগানের অন্যতম ফুটবলার রয় কৃষ্ণা। তাঁকে 🐻গত মরশুমেই ছেড়ে দেয়। তাঁর অভাব বোধ করতে হয়েছে ফেরান্দোর দলকে। তবে ভরসা দিয়েছেন মোহনবাগানের অন্য এক ফুটবলার দিমিত্রি পেত্রাতোস। তিনি নিয়মিত গোল করলেও স্ট্রাইকার নন। অস্ট্রেলিয়ার বিশ্বকাপ খ😼েলা কামিংস যদি মোহনবাগানের হয়ে খেলেন, তাহলে স্ট্রাইকারের অভাব মিটবে। এবারে মোহনবাগান যেভাবে দল তৈরি করছে তাতে গ্যালারিতে ঝড় উঠবে। অন্যদিকে ফেরান্দো আক্রমণাত্মক এবং পাসিং ফুটবলে বিশ্বাসী।
কেমন হতে চলেছে মোহনবাগানের দল তা নিয়ে ভক্তদের উন্মাদনার শেষ নেই। প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে গোলরক্ষক থাকবেন বিশাল। প্রীতম কোটাল ও ব্রেন্ডন এরা তো থাকছেন।ꦿ আর এরপরে যদি কামিংস আসেন তাহলে মোহনবাগান ক্লাব আরো ঝাঁজ বাড়বে। এছাড়াও দলে রয়েছেন শুভাশিসও বুমৌস। এদের প্রত্যেককের সহযোগীতায় দল কীভাবে গর্জে উঠবে তা নিয়ে ভাবতে গিয়ে এখনই দিশেহারা সবুজ-মেরুন সমর্থকরা।
অন্যদিকে মোহনবাগান ম্যানেজমেন্টও সেরা দল তুলে দিতে চায় স্প্যানিশ কোচের হাতে। যাতে আগামীও মরশু♚মে চ্যাম্পিয়ন হতে কোনও রকম সমস্যা না হয়। ফুটবল বিশেষজ্ঞরা মনে করছেন, কামিংস দলে যুক্ত হলে তিনি একক স্ট্রাইকার হিসাবে খেলবেন। পিছন বা মাঝমাঠ থেকে বল জোগানোর দায়িত্ব থাকবে পেত্রাতোসের উপর। তবে দল গঠন এখনও সম্পূর্ণ হয়নি। রয়েছে অনেক সমস্যা। এখন কোন ফুটবলারকে ছেড়ে দেওয়া হবে তা নিয়ে সিদ্ধান্ত নিতে পারেননি কর্তারা। তবে কামিংসকে দলে নেওয়ার পরই পুরো দল গঠনে নেমে পড়বেন বাগান কর্তারা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।