ডার্বিতে ইস্টবেঙ্গলকে ৫-১ গোলে ধ্বংস করে দিল মোহনবাগান সুপার জায়ান্ট। সোমবার ব্যারাকপুর স্টেডিয়ামে রিলায়েন্স ফাউন্ডেশন ডেভলপমেন্ট লিগের ইস্ট জোনের রিজিওনাল কোয়ালিফায়ারে প্রথমার্ধে দুটি গোল করে সবুজ-মেরুন বাহিনী। দ্বিতীয়ার্ধে ইস্টবেঙ্গলের জালে আরও তিনবার বল জড়িয়ে দেন সুহেল ভাটরা। তার ফলে ০-৫ গোলে পিছিয়ে পড়ে ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গলের মান-সম্মান কিছুটা রক্ষা করেন আমন সিকে। খেলা শেষ হওয়ার কয়েক মুহূর্তে আগে ইনজুরি টাইমের একেবারে শেষলগ্নে ইস্টবেঙ্গলের হয়ে সান্ত্বনামূলক গোল করেন। তাতে অবশ্য ইস্টবেঙ্গলের ক্ষতে তেমন কোনও প্রলেপ পড়েনি। বরং গত ১০ মার্চ যে ক্ষতটা তৈরি হয়েছিল, সেটা আরও গভীর হয়ে গেল। কারণ সেদিন বড়দের ডার্বি তথা ইন্ডিয়ান সুপার লিগ💮ের (আইএসএল) ম্যাচে মোহনবাগানের কাছে ১-৩ গোলে হেরে গিয়েছিল ইস্টবেঙ্গল।
সোমবার মোহনবাগানের সেই গোলের বন্যা শুরু হয় ২৩ মিনিটে। দুর্ধর্ষ ফ্রি-ꦺকিক থেকে গোল করে🦹ন শিবাজিৎ সিং। আর ফ্রি-কিক ছিনিয়ে নেওয়ার পুরো কৃতিত্ব ছিল ফারদিন আলি মোল্লার। তিনি এমনভাবে উঠে আসেন যে ইস্টবেঙ্গল ডিফেন্সে কাঁপুনি ধরে যায়। দুরন্ত নাটমেগের মাধ্যমে একজন ডিফেন্ডারকে কাটিয়ে ফেলেন ফারদিন। তারপর তাঁকে ফাউল করা হয়। আর সেই ফ্রি-কিক থেকেই মোহনবাগানকে ১-০ গোলে এগিয়ে দেন শিবাজিৎ। তারপর ৪৩ মিনিটে টাইসন সিং যে গোলটা করেন, সেটাও দারুণ ছিল। আর তাঁদের সুবাদে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে মাঠ ছাড়ে মোহনবাগান।
সেইসময় অনেক ইস্টবেঙ্গল সমর্থকই আশায় বুক বাঁধছিলেন যে আটদিন আগে যেভাবে ক্লেটন সিলভা, সাউল ক্রেসপোরা কামব্যাক করেছিলেন, আজ সেই জাদুই দেখাবেন গ🍌ুরনাজ সিং গ্রেওয়াল, সায়ন বন্দ্যোপাধ্যায়রা। কিন্তু আজ সেরকম কিছু হয়নি। বরং দ্বিতীয়ার্ধের খেলা শুরুর তিন মিনিটেই মোহনবাগানকে ৩-০ গোলে এগিয়ে দেন সুহেল। ইস্টবেঙ্গলের জালে বল জড়িয়ে দেন। ৬৭ মিনিটে মোহনবাগানের চতুর্থ গোলটাও করেন সুহেল।
আরও পড়ুন: ISL Kolkata Derby: 🍨পরের মরশুমেও মোহনবাগানে থাকবেন? মুখ খুললেন ডার্ব💮িতে ৩ গোলেরই 'নায়ক' পেত্রাতোস
১৫ মিনিট পরে মোহনবাগানের গোলের ‘উৎসবে’ সামিল হন দীপেন্দু বিশ্বাসও। তাঁর হেডারটা ইস্টবেঙ্গলের জালে ঢুকতেই ৫-০ গোলে এগিয়ে যায় মোহনবাগান। তবে সেই ব্যবধান ধরে র🌌াখতে পারেননি বাস্তব রায়ের ছেলেরা। ৯৬ মিনিটে ইস্টবেঙ্গলের হয়ে ব্যবধান কমান আমন। খেলা শেষ হওয়ার কয়েক সেকেন্ড আগে গোলটা করেন। তার ফলে ৫-০ গোলে হারের লজ্জা নিয়ে মাঠ ছাড়তে হয়নি ইস্টবেঙ্গলকে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।