কলকাতা ফুটবল লিগের প্রথম ম্যাচেই আটকে গেল মোহনবাগান সুপার জায়ান্টস। অধিকাংশ বড় দলের ক্ষেত্রেই দেখা যায় কলকাতা লিগ হোক বা অন্য কোনও বড় প্রতিযোগিতা, মরশুমের প্রথম ম্যাচ সবসময়ই গুরুত্বপূর্ণ হয়। অতীতে বহুবার দেখা গেছে ꦗমোহনবাগান, ইস্টবেঙ্গল দল মরশুমের প্রথম ম্যাচে ধাক্কা খেতে। এবার অবশ্য ইস্টবেঙ্গল দল নিজেদের প্রথম ম্যাচে ৭ গোলে জিতেছে, পাশাপাশি মহমেডান স্পোর্টিংও ভালোই শুরু করেছে এবারের কলকাতা লিগ। কিন্তু জয় দিয়ে সিএফএল অভিযান শুরু করতে পারল না বাগান। ভবানীপুর ক্লাবের সঙ্গে ১-১ গোলে ড্র করল তাঁরা। এগিয়ে গিয়েও সেই লিড ধরে রাখত পারল না সবুজ মেরুন শিবির। বরং সমানে সমানে টেক্কা দিলেন ভবানীপুর ফুটবলাররাই।
শেষ কয়েক বছর ধরেই কলকাতা লিগে মোহনবাগান দলের পারফরমেন্স খুব একটা ভালো নয়। কলকাতা লিগের গুরুত্ব তা𒅌ঁদের কাছে গতবছর পর্যন্ত অতটাও ছিল না। এবার অবশ্য পরিস্থিতিত আলাদা ছিল। অনেক আগে থেকেই তৈরি হয়ে নেমেছে বাগান। কিন্তু ভবানীপুরের বিরুদ্ধে জিততে পারলেন না দীপেন্দু বিশ্বাস, সুহেল ভাটরা। ডুরান্ড কাপের প্রস্তুতি হিসেবেই এই প্রতিযোগিতা রয়েছে বাগানের সামনে। গতবার আইএসএলে মাঝে মধ্যেই আমনদীপ, দীপেন্দু, সুহেল ভাটদের ব্যবহার করেছিলেন হাবাস। এই ম্যাচেও তাঁরা খেললেন ভবানীপুরের বিরুদ্ধে, কিন্তু ব্যারাকপুুরের বৃষ্টিস্নাত মাঠ থেকে জয় তুলে আনতে পারলেন না তাঁরা। যদিও ম্যাচের শুরুটা অনবদ্যভাবেই করেছিল সবুজ মেরুন শিবির।
আরও🦹 পড়ুন-পেনাল্টি মিস! কোনও মতে মান বাঁচিয়েছেন কোস্তা! ইউরোর পর๊ই অবসরের পথে রোনাল্ডো?
মোহনবাগান সুপার জায়ান্টসকে এগিয়ে দেন শিবাজিত সিং। ম্যাচের ৮ মিনিটের মধ্যেই কাঙ্খিত গোলের দেখা পেয়ে যায় সবুজ মেরুন শিবির। বক্সের বাইরে ফ্রিক কিক পায় বাগান। সেখান থেকেই স্পট কিকে অনবদ্য গোল করেন শিবাজিত সিং। গোলরক্ষকের বাঁদিক থেকে বিশ্বমানের গোল করে তাক লাগিয়ে দেন শিবাজিত। কিন্তু ২৮ মিনিটেই ছন্দপতন। বাগান ডিফেন্সের ভুলে গোল করে যান জীতেন মূর্মূ। ডিফেন্ডারদের সামনে থেকে উমেরের বাড়ানো বল চলে আসে জীতেনের কাছে। ফার্স্ট ট্র্যাপটা ঠিক মতো করতে না পারলেও দ্বিতীয় ছোঁয়ায় গোল করে যান তিনি, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে বাগান রক্ষণ। দ্বিতীয়ার্ধে অবশ্য খোলস ছেড়ে বে😼ড়োয় মোহনবাগান। অনেক বেশি আক্রমণাত্মক ছিল তাঁরা। বৃষ্টি ভেজা মাঠে বেশ কয়েকবার জোড়ালো শট নেন বাগানের ফুটবলাররা, কিন্তু পরিবর্ত হিসেবে নামা গোলরক্ষক প্রীয়ন্ত সিংকে পরাস্ত করতে পারেননি তাঁরা। ম্যাচে চোট পান ভবানীপুরের ফুটবলার সইফুল। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন-ভদ্র ব্যবহ🦩ার করুন, ঠিকভাবে কথা বলতে হবে, ফ🐠্যানদের উপদেশ হার্দিকের
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।