১৮টি ম্যাচ খেলে ফেলেছে মুম্বই সিটি এফসি। কিন্তু একটিতেও তারা হারেনি। ১৪টি ম্যাচে তারা জয় ছিনিয়ে নিয়েছে। আর ৪টি ম্যাচ ড্র করেছে। এ রকম দুরন্ত সাফল্যের নজির গড়ে , গ্রুপ প🐼র্বের ২ ম্যাচ বাকি থাকতেই আইএসএলের লিগ শিল্ড জিতে নিল মুম্বই সিটি এফসি। শনিবার গোয়ার🃏 জওহরলাল নেহরু স্টেডিয়ামে এফসি গোয়াকে ৫-৩ গোলে হারাল মুম্বই। জোড়া গোল করে ম্যাচের সেরা হন গ্রেগ স্টুয়ার্ট।
১৮ ম্যাচে ৪৬ পয়েন্ট মুম্বই সিটি এফসি-র। বাকি দলগুলোর ধরাছোঁয়ার একেবারে বাইরে তারা। কোনও অঙ্কের হিসেবেই তাদের আর কোনও দল স্পর্শ করতে পারবে না। দুইয়ে থাকা হায়দরাবাদ এফসি-র পয়েন্ট ১৭ ম্যাচে ৩৬। তাদের ৩ ম্যাচ বাকি। হায়দরাবাদের সঙ্গে মুম্বইয়ের পয়েন্😼টের পার্থক্যই ১০। হায়দরাবাদ যদি তিন ম্যাচ জেতেও, এবং মুম্বই পরের ২টি ম্যাচ হেরে যায়, তা হলেও ৯ পয়েন্ট হবে নিজামের শহরের টিমের। অর্থাৎ তারা ৪৫ পয়েন্টে পৌঁছবে। মুম্বই বাকি ২টি ম্যাচ হারলেও ৪৬ পয়েন্টেই থাকবে।
আরও পড়ুন: প🐠জিটিভ স্ট্রাইক🤪ারের অভাব, দিশাহীন ফুটবল, সেকেন্ড লাস্টবয়দের কাছে মুখ পুড়ল বাগানের
বাকি দলগুলোর কোনও সম্ভাবনাই নেই। তিনে থাকা কেরালা ব্লাস্টার্সের পয়েন্ট 🐻১৮ ম্যাচে ৩১। চারে থাকা এটিকে মোহনবাগানের পয়েন্ট ১৭ ম্যাচে ২৮। পাঁচে থাকা বেঙ্গালুরু এফসি-র ১৮ ম্যাচে ২৮ পয়েন্ট। ১৮♒ ম্যাচে ২৭ পয়েন্ট এফসি গোয়ার। তারা রয়েছে ছয় নম্বরে। সাতে থাকা ওড়িশা এফসি-রও ১৮ ম্যাচে ২৭ পয়েন্ট। বাকিরা তো ২০-র গণ্ডিই টপকাতে পারেনি।
আরও পড়ুন: হুগো, কার্লের চোট, পরের তিন 🀅ম্যাচ না জিতলে সেরা ছয় অনিশ্চিত- চিন্তায় ATKMB কোচ
আইএসএলে পয়েন্ট তালিকার শীর্ষে থেকে আ🍎গেই প্রথম দল হিসেবে মুম্বই সিটি এফসি প্লে-অফে জায়গা পাকা করে নিয়েছিল। এ বার লিগ শিল্ডও জিতে গেল। এ দিনের ম্যাচে বেশ কয়েকজন ফুটবলারকে বিশ্রাম দিয়েছিল মুম্বই। প্রথমার্ধেই তারা এগিয়ে ছিল ৩-২ গোলে। তবে ম্যাচের একেবারে শুরুতে ৫ মিনিটের মাথায় নোয়াহ সাদৌইয়ের গোলে এগিয়ে গিয়েছিল এফসি গোয়া। ১৮ মিনিটে ফ্রি কিক থেকে গোল করে সমতা ফেরান স্টুয়ার্ট। ৪০ মিনিটে জর্জ পেরেরা দিয়াজের গোলে এগিয়ে যায় মুম্বই সিটি এফসি। যদিও এর মিনিট দুয়েক পরেই সমতা ফেরান ব্র্যেন্ডন ফার্নান্ডেজ। তবে ৪৪ মিনিটে ফের ফ্রি কিক থেকে গোল করে মুম্বইকে বিরতিতে এগিয়ে রাখেন স্টুয়ার্ট।
দ্বিতীয়ার্ধে সমতা ফেরানোর জন্য মরিয়া হয়ে উঠলেও শেষ রক্ষা হয়নি গোয়ার। তার মধ্যে ৭১ মিনিটে পেনাল্টি থেকে লালিয়ানজুয়ালা ছাংতে গোলের পরে গোয়ার কাজটা কঠিন হয়ে যায়। ৭৭ মিনিটে বিক্রম সিং মুম্বইয়ের পঞ্চম গোলটি করেন। এর ফলে ৫-🧔২ গোলে এগিয়ে যায় মুম্বই সিটি এফসি। ৮৪ মিনিটে ব্রিসন ডিউবেন ফার্নান্ডেজ ব্যবধান কমালেও, ম্যাচ তখন হাত থেকে বের𓂃িয়ে গিয়েছে। ৫-৩ জিতে অপরাজিত থাকার রেকর্ড অক্ষুন্ন রাখে মুম্বইয়ের টিমটি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।