ক্রিশ্চিয়ান এরিকসনের ঘটনা এখনও সকলের মনে ভয়ের সঞ্চার করে। ইউরোতে ফিনল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে হৃদরোগে আক্রান্ত হয়ে মা♚টিতে লুটিয়ে পড়েছিলেন ডেনমার্কের তারকা প্লেয়ান ক্রিশ্চিয়ান এরিকসেন। সকলে আঁতকে উঠেছিলেন অজানা ভয়ে। তবে সেই যাত্রায় রক্ষা পান ড্যানিশ ফুটবলার। অস্ত্রোপচারের পর এখন অবশ্য ভালো আছেন এরিকসেন। কিন্তু শেষ রক্ষা হ𒆙ল না ওমানের জাতীয় দলের ফুটবলারের। ম্যাচের ঠিক আগে ওয়ার্ম আপের সময়েই মাঠে লুটিয়ে পড়েছিলেন ওমানের জাতীয় দলের ফুটবলার মুখালিদ আল রাকাদি। হাসপাতালে নিয়ে গিয়েও শেষরক্ষা হয়নি। প্রয়াত হন ওমানের এই ফুটবলার।
ওমান্তেল লিগে গুরুত্বপূর্ণ ম্যাচে সুওয়াইকের বিরুদ্ধে মাঠে নামার জন্য ওয়ার্ম আপ করছিলেন মুখালিদ। মুসক্যাট দলের অন্যান্য ফুটবলারᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚদের সঙ্গে গা ঘামানোর সময়েই হঠাৎ করেই তাঁকে মাটিতে লুটিয়ে পড়তে দেখা যায়। জানা গিয়েছে, সেই সময়ে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন মুখালিদ।
তড়িঘড়ি স্টেডিয়ামের অ্যাম্বুলেন্সে করে তাঁকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। চিকিৎসকেরা যুদ্ধকালীন তৎপরতায় এগিয়ে এলেও শেষ রক্ষা হয়নি। ওমানের এক স্থানীয় সংবাদ সংস্থা টুইট করে জাতীয় দলের এই ডিফেন্ডারের অকাল প্রয়াণের কথা প্রথম জানায়। টুইটে তারা লেখে, ‘মুসক্যাট এফসি-র ফুটবলার মুখালিদ আল-রাকিদি হাসপাতালে পৌঁছে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আল-সুওয়াইক এফসি-র বিরুদ্ধে ম্যাচের আগে দলের সঙ্গে ওয়ার্ম করার সময়ে সময়ে হৃদরোগে আক্রান্ত হন তিনি।’ ২৯ বছর বয়সী ডিফেন্ডারের মৃত্যুতে শোক প্রকাশ করেছে মুখালিদের ক্লাব মুসক্যা♛ট এফসি।
বিশ্ব ফুটবলে সম্প্রতি একাধিক এই ধরনের ঘটনা ঘটেছে। এরিকসেন যেমন হৃদরোগের সমস্যার কারণে পেশাদার ফুটবলকে বিদায় জানাতে বাধ্য হয়েছেন। হার্𝓀টের সমস্যার কারণে সম্প্রতি ফুটবলকে বিদায় জানিয়েছেন সার্জিও আগুয়েরোও। তবে মুখালিদের অকাল প্রয়াণ আরও এক বার নাড়িয়ে দিয়েছে ফুটবল বিশ্বকে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।