ISL-এ নতুন মরশুমের শুরুটা মোটেও ভালো হয়নি ইস্টবেঙ্গলের। কোচ কার্লস কুয়াদ্রাত ইস্তফা দিতেই দিমিদের নতুন হেড স্যার খোঁজার কাজ শুরু করে দিয়েছে ম্যানেজমেন্ট। তবে আপাতত ভাবে কোচিংয়ের দায়িত্ব সামলাবেন বিনো জর্জ। শনিবার জামশেদপুর এফসির মুখোমুখি হবে লাল হলুদ শিবির। লাগাতার ৩ ম্যাচ ধরে হারতে থাকা ইস্টবেঙ্গলের কাছে এখন বড় চ্যালেঞ্জ ঘুরে দাঁড়ানো। ম্যাচের আগে অন্তর্বতী কোচ বিনো জর্জ বলেন, ‘গত দেড় বছর ধরে দলের জন্য কার্লস কুয়াদ্রাত যে ভিত তৈরি করেছেন এবং যা অবদান রেখেছেন তার জন্য আমি তাঁকে সম্🉐মান জানাই। আমাদের ISL-এ ঘুরে দাঁড়ানোর জন্য শুধুমাত্র একটি জয়ের প্রয়োজন’।
বিনো জানান তাঁর এখন প্রাথমিক লক্ষ্য দলের ফুটবলারদের অনুপ্রেরণা দেওয়া এবং তাঁদের মধ্যে থেকে সেরা খেলাটা বের করে নিয়ে আসা। ISL- এর প্রথম ৩ ম্যাচ সহ টানা ৫ ম্যাচ হারার পর কোচের পদ থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন কুয়াদ্রাত। তারপরই ISL-এর নিয়ম অনুযায়ী প্রাথমিক ভাবে দিমিদের হেড স্যার হন বিনো। তাঁর তত্ত্বাবধানে কলকাতা ফুটবল লিগে দুরন্ত পারফরম্যান্স করছে ইস্টবেঙ্গলের রিজার্ভ দল। এবার ISL-এ হারতে থাকা মশাল বাহিনীকে জয়ের সরণিতে ফিরিয়ে আন𒁃ার গুরুদায়িত্ব তাঁর উপর। তিনি বলেন, ‘আমার দলের ফুটবলারদের উপর সম্পূর্ণ বিশ্বাস রয়েছে, তাঁরা কঠোর পরিশ্রম করছে। হ্যাঁ, এটা ঠিক আমরা গত ৩ ম্যাচে আশানুরূপ ফল পাইনি। কিছু ভুল হয়েছে আমাদের তরফে। তবে আমি ༒এটুকু বলতে পারি ছেলেরা আরও শক্তিশালী হয়ে ফেরার জন্য প্রস্তুত। তাঁরা জানেন তাঁদের কী করতে হবে’।
বর্তমানে ISL-এ ৩ ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে ৩ নম্বরে রয়েছে জামশেদপুর, অন্যদিকে একটি ম্যাচও না জিততে পেরে লাস্টবয় ইস্টবেঙ্গল এফসি। এবিষয়ে বিনো বৃহস্পতিবার প্র্যাক্টিস শেষে বলেন, ‘ISL অনেক বড় লিগ। সবে শুরু হয়েছে মাত্র, এখনও ২১টি ম্যাচ বাকি রয়েছে আমাদের। আমরা এবছর একটি শক্তিশালী দল গঠন করেছি। আমরা জেতার জন্য সব রকম চেষ্টা করব। আশা করছি জামশেদপুরের বিরুদ্ধে ভালো ফুটবল খেলব আমরা’। ইস্টবেঙ্গলের রিজার্ভ দলের কোচ হিসেবে যথেষ্ট সফল বিনো জর্জ। গত মরশুমে CFL থেকে শুরু করে রিলায়েন্স ইয়ুথ ফুটবল লিগে দুরন্ত পারফরম্যান্স দেয় সায়ন-বিষ্ণুরা। কোনও রকম অঘটন না ঘটলে এবছর কলকাতা লিগ চ্যাম্পিয়ন হবে বিনোর ছেলেরা। এখন এই কেরালাবাসীর হাত ধরে জয়ের পথে ফিরতে পারে কিনা শতাব্দী প্রাচীন ইস্টবেঙ্গল ক্লাব সেটাই দ🃏েখার।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।