ISL রেফারিদের সিদ্ধান্ত নিয়ে বিতর্ক কম নেই। এই মরশুমেও তেমন এক ঘটনা ঘটে নর্থইস্ট ইউনাইটেড বনাম কেরালা ব্লাস্টার্স ম্যাচে। সে দিন নর্থইস্টের ডিফেন্ডার আশির আখতারকে ফাউলের জন্য লাল কার্ড দেখিয়েছিল রেফারি। সিদ্ধান্তের বিরোধিতা করে AIFF-এর দ্বারস্থ হয় তিনি। বুধবার ভারতীয় ফুটবল ফেডারেশনের তরফে স্বীকার করে নেওয়া হয়- রেফারির সিদ্ধান্ত ভুল ছিল। রবিবার ম্যাচের ৮২ মিনিটে আখতারকে লাল কার্ড দেখানোর সিদ্ধান্ত নেন রেফারি। এরপরই তিনি তাঁর ক্লাব🔯ের মাধ্যমে AIFF-এর কাছে বিষয়টি বিবেচনা করার আবেদন জানান। বুধবার ফেডারেশনের ডিসিপ্লিনারি কমিটি বিষয়টি পর্যালোচনা করেন এবং রেফারির সিদ্ধান্ত ভুল ছিল বলে জানিয়ে দেন।
বৃহস্পতিবার AIFF-র ডিসিপ্লিনারি কমিটির তরফে বলা হয়, ‘আমাদের কাছে চিফ রেফারি অফিসার এবং খেলোয়াড়ের তরফে যেই রিপোর্ট জমা পড়েছে তা খতিয়ে দেখা হয়েছে। সে দিনের ম্যাচে ফাউলের জন্য রেফারির লাল কার্ড দেখানোর সিদ্ধান্তটি ভুল ছিল’। এরপরই আখতারের লাল কার্ড প্রত্যাহার করা হয় এবং তাঁকে তাঁর ফাউলের জন্য সতর্কতা স্বরূপ হলুদ কার্ড দেখানোর সিদ্ধান্ত নেওয়া হয়। অন্যদিকে গোয়ার তরফেও লাল কার্ডের বিষয় নিয়ে একটি আবেদন করা হয়েছিল। ইস্টবেঙ্গলের সঙ্গে ম্যাচে লাল কার্ড দেখেছিলেন এফসি গোয়ার ফুটবলার কার্ল ম্যাকহিউ। সেটি ভুল সিদ্ধান্ত বলে꧒ আপিল করা হলেও খারিজ করে দেয় ফেডারেশন। AIFF-এর বক্তব্য, সরাসরি লাল কার্ড দেখলে তবেই আবেদন করা যাবে। এক্ষেত্রে ম্যাকহিউ দু’টি হলুদ কার্ড দেখার কারণে লাল কার্ড দেখেছিলেন।
এবিষয়ে গোয়ার কোচ মানোলো মার্কুয়েজ কিছুটা ক্ষোভের সুরে বলেন, ‘আপনি যদি ফুটবল খেলেন তবে আপনি জানবেন ট্যাকেলের উদ্দেশ্য কী। ম্য🦂াকহিউয়ের পা পরিষ্কার ফুটবলে লেগেছিল। তিনি এখজন খুবই সাহসী খেলোয়াড়, কিন্তু তাঁর উদ্দেশ্য কখনই প্রতিপক্ষকে মেরে ফেলার ছিল না। সমস্যা হল আপনাকে ভারতীয় ফুটবল সম্পর্ক ধারণা রাখতে হবে। ৪ বছরে আপনার জেনে যাওয়ার কথা, এটা কার্লের ভারতীয় ফুটবলে প্রথম লাল কার্ড ছিল। আপনাকে সব ফুটবলারকে চিনতে হবে। এখানে ৪-৫ বছরের অভিজ্ঞতা সম্পন্ন সব রেফারি, কিন্তু তাঁরা জানেন না কোন খেলোয়াড় ইচ্ছাকৃতভাবে ঝাঁপ দিচ্ছে? প্রত্যেক রেফারিকে ফুটবলারকে স্টাডি করা বাধ্যতামূলক করা উচিত। অবশ্যই ফুটবলার, কোচদের মতো রেফারিও ভুল করবে। কিন্তু আপনাকে আরও ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। আপনাকে প্রত্যেক খেলোয়াড়ের চরিত্রকে জানতে হবে’।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।