বড় নজিরের গড়ে ফেলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বৃহস্পতিবার পর্তুগালের হয়ে ইউরো কাপের যোগ্যতা অর্জন পর্বে লিচেনস্টেইনের বিরুদ্ধে যদি তিনি খেলতে নেমেই গড়ে ফেলেন নজির। ফুটবল ইতিহাসে কোনও দেশের হয়ে সব থেকে বেশি ম্যাচ খেলার নজির গড়েন সিআরসেভেন। কারণ তিনি দেশের জার্সিতে ১৯৭তম ম্যাচ খেলে ফেললেন। এই ম্যাচের আগে রোনাল্ডো এবং কুয়েতের আল মুতাওয়া যুগ্ম ভাবে ১৯৬তম ম্যাচ খেলা ফুটবলার হিসেবে শীর্ষস্থানে ছিলেন। ল꧙িচেনস্টেইনের বিরুদ্ধে খেলে, একক ভাবে রোনাল্ডো এই তালিকার শীর্ষে উঠে আসলেন।
তবে জীবনের গুরুত্বপূর্ণ মাইলস্টোন স্পর্শ করার আগেই বিস্ফোরক মন্তব্য় করেছিলেন রোনাল্ডো। ꦚআল নাসের ফরোয়ার্ড দাবি করেছিলেন, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে তাঁর দ্বিতীয় মেয়াদে ক্যারিয়ারে সবচেয়ে খারাপ অভিজ্ঞতা অর্জন করেছিলেন তিনꦑি।
আরও পড়ুন: 2026 FIFA WC হবে ৪৮ দলে, ম্যাচ বে🧜ড়ে༺ হচ্ছে ১০৪টি, টুর্নামেন্ট চলবে ৪০ দিন ধরে
কাতার বিশ্বকাপ শুরু হওয়ার আগে থেকেই ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে ঝামেলা চলছিল। যার পরিণতি, ম্যান ইউনাইটেডের সঙ্গে সম্পর্কে ইতি টানতে বাধ্য হন সিআরসেভেন। কাতার বিশ্বকাপের পরে তিনি যোগ দেন আল নাসেরে। তবে এত দিন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে রোনাল্ডো একটি কথাও বলেননি। অবশেষে ক্লাব ছাড়ার চার মাস পর এই নඣিয়ে মুখ খুললেন পর্তুগীজ তারকা। জানিয়ে দিলেন, দ্বিতীয় দফায় ম্যান ইউনাইটেডে যোগ দেওয়ার পর তাঁর তিক্ত অভিজ্ঞতা হয়।
আ🌊রও পড়ুন: স্টেডি๊য়ামে দাঙ্গা, নিহত হয়েছিলেন ১৩৫- ইন্দোনেশিয়ার আদালত জেলে পাঠালো দুই কর্তাকে
পর্তুগালের জার্সিতে ম্যাচ খেলতে নামার আগে সাংবাদিক বৈঠকে রোনাল্ডো স্বীকার করেন, ম্যান ইউনাইটেডে তাঁর সময়টা খুব খারাপ যাচ্ছিল। তবে তিনি মনে করেন, যে কোনও ক্রীড়াবিদের সঙ্গেই এমনটা ঘটতে পারে। সেটা নিয়ে তাঁর কোনও আক্ষেপও নেই। রোনাল্ডোর দাবি, ‘কিছু কিছু সময়ে আপনি এমন পরিস্থিতির মধ্যে দিয়ে যান, যখন💫 বুঝতে পারবেন, কে আপনার পাশে রয়েছে। কে আপনার আসল বন্ধু। আমার যে খারাপ সময় যাচ্ছিল, এটা বলতে কোনও দ্বিধা নেই। কিন্তু সেই সময় নিয়ে কোনও আক্ষেপও নেই। জীবন এগিয়ে চলে এ ভাবেই। ভাল হোক বা খারাপ, এꦬটা আমার সামনে এগিয়ে যাওয়ার একটা প্রক্রিয়া।’
তিনি আরও যোগ করেছেন, ‘অনেক সময় পাহাড়েꦕর উপরে থাকলে নীচটা আপনি দেখতে পান না। এখন আমি মানসিক ভাবে অনেক প্রস্তুত। তবে এই শিক্ষা গুরুত্বপূর্ণ ছিল। বিগত কয়েক মাস যা গিয়েছে, তাত💝ে করে বলতে পারি কখনও এ রকম সময়ের মধ্যে দিয়ে যাইনি। এখন আমি অনেক ভালো মানুষ।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।