শুভব🌺্রত মুখার্জি: শেষ কয়েকটি ম্যাচে ফের ফর্মে ফিরেছে এরিক টেন হাগের ছেলেরা। যার সুফল তারা পেতে শুরু করেছে প্রিমিয়র লিগে। শনিবারেই তারা এভারটনকে হারিয়ে দিল ২-০ ফলে। এই জয়ের ফলে আপাতত ম্যাঞ্চেস্টার ইউনাইটেড প্রিমিয়ার লিগে অক্সিজেন পেল। তবে তাদের চিন্তা বাড়িয়েছে তাদের গুরুত্বপূর্ণ ফুটবলার মার্কাস রাশফোর্ডের চোট।
আরও পড়꧟ুন: ফিফা র্যাঙ্কিংয়ে ৫ ধাপ লাফ মারলেন সুনীলরা, ব্রাজিলকে পিছনে ঠেলে শীর্ষে মেসিরা
শনিবার প্রিমিয়র লিগে ম্যান ইউনাইটেড বনাম এভারটন লড়াইটা কার্যত হল দুই গোলরক্ষকের মধ্যে! অনবদ্য ফর্মে ছিলেন এ দিন জর্ডন পিকফোর্ড। একের পর এক অনবদ্য সেভ করলেন তিনি। তবে তাঁকে দু'বার পরাস্ღতও করলেন এরিক টেন হাগের ছেলেরা। পরপর দ্বিতীয় জয়ে তারা তাদের পায়ের তলার জমি শক্ত করল। ওল্ড ট্র্যাফোর্ডে শনিবার প্রিমিয়র লিগের ম্যাচটি ২-০ গোলে জিতে নেয় ইউনাইটেড। এ দিন দলকে এগিয়ে দেন স্কট ম্যাকটমিনে। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে ব্যবধান ♕বাড়ান অ্যান্থনি মার্শিয়াল। ফলে প্রিমিয়র লিগে টানা তিন ম্যাচে জয়হীন থাকার পর পরপর দুই ম্যাচে জয় পেল ইউনাইটেড।
আরও পড়ুন: কিরঘিজস্তানকে কচুকাটা করে AFC Women’s Olympic Qualifieꦐrs-এর দ্বিতীয় রাউন্ডে ভারত
তবে জয়ের দিনেও টেন হাগের কপালে চিন্তার𝓀 ভাঁজ ফেলল মার্কাস রাশফোর্ডের চোট। খেলার মিনিট দশেক বাকি থাকতে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়তে হল ইংলিশ ফরোয়ার্ডকে। এ দিন শুরু থেকে আক্রমণাত্মক ফুটবলে এভারটনকে চেপে ধরে ইউনাইটেড। ৩৬তম মিনিটে গোল করে ইউনাইটেড। স্যাঞ্চোর পাসে ছয় গজ বক্সের কোণা থেকে ডান পায়ের জোরালো শটে পিকফোর্ডকে পরাস্ত করেন স্কটিশ মিডফিল্ডার ম্যাকটমিনে। সিমাস কোলেমানের ভুলে ৭১তম মিনিটে দ্বিতীয় গোল হজম করতে হয় এভারটনকে। বক্সে নিচু শটে পিকফোর্ডকে পরাস্ত করেন ꦿঅ্যান্থনি মার্শিয়াল। এই জয়ে শীর্ষ ২৯ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে চারে রয়েছে ইউনাইটেড।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।