রবিবার বিকেলে এক অন্য ছবি দেখেছে বিশ্ব ফুটবল। একটি ইস্যুকে সামনে রেখে তিন প্রধানের সমর্থকেরা হাতে হাত মিলিয়ে প্রতিবাদ🐼ের ঝড় তুলেছিল। বিক্ষোভে সামিল হয়েছিলেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবেও। কলকাতা ডার্বি বাতিলের তীব্র নিন্দা করেছিলেন তিনিও। কল্যাণ চৌবে জানিয়েছিলেন সমর্থকদের আটক হতে দেবেন না। সেই কথা রাখলেন তিনি। এদিন বিকেলে ANI- কে দেওয়া এক সাক্ষাৎকারে কল্যাণের দাবি করেন, প্রতিবাদ থামাতে যে পরিমাণ পুলিশ দেওয়া হয়েছিল, তার অর্ধেক সংখ্যক পুলিশেও ম্যাচ আয়োজন করা হয়ে যেতে পারত।
আরও পড়ুন… IPLꦓ 2024 দুরন্ত পারফর্ম করেও কেন দলীপ ট্রফিতে নেই? তরুণ পেসারের জন্য রবিচন্দ্রন অশ্বিনের প্🐽রশ্ন
এদিন যুবভারতীর সামনে তিন প্রধানের সমর্থকেদের দ্বারা এক বিরাট প্রতিবাদ দেখা যায়। যেখানে একসঙ্গে, একজোট বেঁধে আর জি করের নির্যাতিতার হয়ে ন্যায়বিচার চেয়ে তারা ✨গর্জে উঠেছিল। কলকাতার তিন প্রধানের সমর্থকরা এই ইস্যুতে একে অন্যের হাত ধরেছিল। সেই প্রতিবাদ থামাতে বিকেলে বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। প্রতিবাদ জানিয়ে কয়েকজনকে প্রিজন ভ্যান থেকে নামিয়ে নেওয়া হয়। ত🐲বে এর মাঝেও জনা ছয়েক সমর্থক আটক ছিলেন। সেই সমর্থকদের ছাড়াতে রাতেই লালবাজারে উপস্থিত হয়েছিলেন ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে।
আরও পড়ুন… এটা ১০০০টা সোনার পদক জয়ের থেকꦕেও বেশি, দেশ আমায় সাহস দিয়েছে- অবসর নিয়ে U-Turn নিতে পারেন ভিনেশ ফোগাট
সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি রাতেই লালবাজারে চলে যান। নিজের আইনজীবী নিয়ে আটক কয়েকজন ইস্টবেঙ্গল ও মোহনবাগান সমর্থকদের ছাড়াতে উপস্থিত হন তিনি। কল্যাণ চৌবে দাবি করেছেন যে পুলিশ রাতে এই সমর্থকদের লকআপেই রাখতে চেয়েছিল এবং সোমবার আদালতে তোলার পরিকল্পনা করছিল। তবে কল্যাণ চৌবে সেটা আটকে দেন এবং অবশেষে রাত ১১টার দিকে সেই সমর্থকদের ছাড়াতে সফল হন। সমর্থকদের ছাড়িয়ে আনার কথা নিজের সোশ্যাল মিডিয়া মারফত সকলকে জানান ক✤ল্যাণ চৌবে। ফেডারেশন সভাপতি লেখেন, ‘সদ্যই লালবাজারে পুলিশের প্রধান কার্যালয় থেকে আমাদের সমর্থকদের বেল করিয়ে নিয়ে ফিরছি। ওরা যাতে পুলিশ স্টেশনে রাতা কাটানোর যন্ত্রণার মধ্যে দিয়ে না যায়, সেটা সুনিশ্চিত করেছি।’
আরও পড়ুন… কেন আট সপ্তাহের ছুটি নিয়েছিলেন? Border-Gavaskar Series এর আগে প্যাট কামি🐲ন্সের অবাক করা উত্তর
সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতির এই পোস্ট মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। এই দিন কল্যাণ চৌবে বলেন, ‘আজকে ইস্টবেঙ্গল ও মোহনবাগানের মরশুমের প্রথম ডার্বি ছিল। আজকে এই প্রতিবাদ আটকানোর জন্য যে পরিমাণ💮 পুলিশ জমায়েত হয়েছে, তার অর্ধ🌃েক পুলিশ দেওয়া হলেই ম্যাচটা হতে পারত। সমর্থকদের গ্রেফতারের জন্য মোতায়েন করা আধাসংখ্যক পুলিশ থাকলেও আমার মতে ইস্টবেঙ্গল-মোহনবাগান ম্যাচ হত। এটা ফুটবলের জন্য নিন্দার বিষয়।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।