শুভব্রত মুখার্জি: খেলা চলাকালীন হোক কিংবা অনুশীলꩵনে ফুটবলারদের মাথা গরম করার ঘটনা একেবারেই নতুন নয়। তবে মাথা গরম করে নিজের দলের ফুটবলারকেই সটান ঘুষি মেরে দেওয়া এই ঘটনা একেবারেই নজিরবিহীন। ফুটবলের ইতিহাসে বিরলও বটে। জার্মানির চ্যাম্পিয়ন ক্লাব বায়ার্ন মিউনিখে ঘটে গিয়েছে এমন এক বিরল ঘটনা। ক্লাবে তাঁর সতীর্থ লেরয় সানের মুখে ঘুষি মেরে বসেন ফরোয়ার্ড সাদিও মানে। আর সেই ঘটনায় শাস্তির মুখে পড়তে হয়েছে সাদিও মানেকে। সেনেগালের ফরোয়ার্ডকে সাময়িকভাবে নিষেধাজ্ঞার কবলে ফেলেছে জার্মান ক্লাব।
আরও পড়ুন… ম্যাচ ফিনিশ করার বিষয়ে ধোনি𓂃-কার্তিককে পিছনে ফেলে নতুন রেকর্ড গড়লেন তেওয়াটিয়া
বৃহস্পতিবার বায়ার্ন মিউনিখের তরফে এক বিবৃতি দিয়ে জানানো হয়েছে চ্যাম্পিয়ন্স লিগে ম্যাঞ্চেস্টার সিটির বিরুদ্ধে ম্যাচের পর খারাপ আচরণ করেন মানে। আর সেই কারণেই আগামী শনিবার বুন্দেশ লিগায় ঘরের মাঠে হফেনহাইমের বিরুদ্ধে ম্যাচের স্কোয়াডে রাখা হল না মানেকে। পাশাপাশি তাঁকে জরিমানাও করা হয়েছে। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে গত মঙ্গলবার সিটির মাঠে বায়ার্ন ০-৩ গোলে হারের সম্মুখীন হয়েছে। তারপরেই ঘটেছে এই অনভিপ্রেত ঘটনা। ম্যাচের শেষ দিকে মাঠের ভিতর একটি ‘অজানা’ বিষয় নিয়ে তর্ক করতে দেখা যায় মানে ও সানেকে। যার রেশ ম্যাচ শেষে যায় ড্রেসিংরুমেও। বিবাদ ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚচলাকালীন সানের মুখে ঘুষি মেরে বসেন মানে। ফলে সানের ঠোঁট কেটে রক্ত বেরতে দেখা যায়। সূত্রের খবর মাঠে সানের কথা বলার ধরন ভালো লাগেনি মানের। ম্যাঞ্চেস্টার থেকে মিউনিখে ফেরার পর বিমানবন্দর থেকে আলাদা করে নিয়ে যাওয়া হয় দুজনকে। মানেকে আলাদা গাড়িতে ফেরানো হয়। সানে ফেরেন টিম বাসেই।
আরও পড়ুন… ফর্মে নেই রাসেল, KKR-এ কি বদল হবে? কী করবে SRH? দেখে নিন দুই দ💛লের সম্ভাব্য একাদশ
বৃহস্পতিবার সতীর্থদের সঙ্গে অনুশীলনও করেছেন সাদিও মানে। বিষয়টি নিয়ে বায়ার্নের কর্মকর্তাদের সঙ্গে তার একটি বৈঠক হয়েছে মানে এবং সানে দুই পক্ষের। সেখানে বায়ার্নের প্রধান কার্যনির্বাহী অলিভার কান ও স্পোর্টিং ডিরেক্টর হাসান সালিহামিদজিচের সঙ্গে🌌 আলোচনা সারেন দুই ফুটবꦉলার। বরফ গলানোর চেষ্টা করা হয় দুই ফুটবলারের মধ্যে। উল্লেখ্য আফ্রিকার দুবারের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হন মানে। চলতি মরশুমেই লিভারপুল থেকে বায়ার্নে যোগ দিয়েছিলেন সাদিও মানে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT A♕pp বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।