শুভব্রত মুখার্জি: আসন্ন মরশুমে ভারতীয় মহিলা ফুটবলে একটা নয়া যুগের সূচনা হতে চলেছে। কলকাতায় প্রথম মহিলা বিদেশি ফুটবলার হিসেবে খেলতে চলেছেন বাংলাদেশের সানজিদা আখতার। আর সেই লক্ষ্যেই তিনি ইতিমধ্যেই পা রেখেছেন 'সিটি অফ জয়' কলকাতাতে। প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে বৃহস্পতিবার কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে পা রেখেছেন তিনি। ঘটনাচক্রে বর্তমান বাংলাদেশের জাতীয় মহিলা ফুটবল দলের অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলার সানজিদা আখতার। তিনি কলকাতায় পা রেখেছেন মহিলা আইলিগ খেলার উদ্দেশ্যে। কল༺কাতা ময়দানের অন্যতম প্রধানের হয়ে আইলিগে খেলতে দেখা যাবে সানজিদাকে। আইলিগে ইস্টবেঙ্গলের হয়ে ভালো পারফরম্যান্স করতে মুখিয়ে রয়েছেন তিনি।
কলকাতার বুকে পা রেখেই আইলিগে খেলতে তিনি যে মুখিয়ে তা জানিয়ে দিয়েছেন সানজিদা আখতার। উল্লেখ্য আই লিগে এবার সানজিদা ছাড়াও খেলবেন আরেক বাংলাদেশি ফুটবলার। বাংলাদেশ জাতীয় দলে সানজিদার সতীর্থা তথা দলের অধিনায়ক সাবিনা খাতুনও এই বছর খেলবেন আই লিগে। ফলে আসন্ন মরশুমে ভারতের ক্লাব ফুটবল মাতাতে দেখা যাবে দুই বাংলাদেশি ফুটবলারকে। প্রসঙ্গত সানজিদার অনেক আগেই ভারতে আসার কথা ছিল। তবে কাগজপত্র জনিত কিছু সমস্যার কারণে তা হয়নি। ভিসা সমস্যার কারণে ভারতে আসা পিছিয়ে যায় সানজিদার। মঙ্গলবার সেই ভিসা সমস্যা মিটে গিয়েছে। আܫর ভিসা সমস্যা মেটার সঙ্গে সঙ্গেই বৃহস্পতিবার কলকাতায় চলে এসেছেন বাংলাদেশের এই জনপ্রিয় মহিলা ফুটবলার।
ঘটনাচক্রে ভারতে পা রাখার আগে বাংলাদেশের এক প্রখ্যাত সংবাদমাধ্যমকে সানজিদা জানিয়েছিলেন, ‘সমস্যা মিটে গিয়েছে। আমার ভিসা হয়ে গিয়েছে। আমি বৃহস্পতিবার কলকাতা যাচ্🌳ছি।’ আর সেই কথা মতোই তিনি বৃহস্পতিবার কলকাতায় এসেছেন। তাঁকে ভারতে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত হয়েছিলেন ইস্টবেঙ্গল কর্তা ব্যক্তিরা। অন্যদিকে বাংলাদেশের অধিনায়ক সাবিনা খাতুনও ভারতের মহিলা ফু🔯টবল লিগে খেলছেন। বর্তমানে তিনি খেলছেন কিকস্টার্ট এফসি ক্লাবের হয়ে। আই লিগে এই কিকস্টার্টের বিরুদ্ধেই ইস্টবেঙ্গলের ম্যাচ রয়েছে। ৫ ফেব্রুয়ারি খেলা হবে এই ম্যাচ। যে ম্যাচে মাঠে প্রতিপক্ষ হিসেবে দেখা যাবে বাংলাদেশের দুই সতীর্থ সাবিনা এবং সানজিদাকে। সাবিনার জন্য অবশ্য বিদেশে লিগে খেলাটা নতুন নয়। ২০১৮ সালে ভারতে খেলেছেন। দুই মরশুম খেলেছেন মালদ্বীপেও। সানজিদা এই প্রথমবারের মতো বিদেশি লিগে খেলবেন। সাবিনা, সানজিদা ছাড়াও এর আগে বাংলাদেশি মহিলা ফুটবলারদের মধ্যে বিদেশি লিগে খেলেছেন কৃষ্ণা রানী সরকার ও মাতসুশিমা সুমাইয়া।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।