সন্তোষ ট্রফিতে উত্তরপ্রদেশকে ৭-০ গোলে ধ্বংস করল বাংলা। সোমবার কল্যাণী স্টেডিয়ামে উত্তরপ্রদেশকে স্রেফ দাঁড়াতেই দেননি সঞ্জয় সেনের ছেলেরা। প্রথমার্ধেই পাঁচ গোলে এগিয়ে যায় বাংলা। দ্বিতীয়ার্ধে বাকি দুটি𝕴 গোল করে। বাংলার হয়ে একাই চারটি গোল করেন রবি হাঁসদা। হ্যাটট্রিক করেন মনোতোষ মাজি। আর বাংলার সেই দুর্দান্ত পারফরম্যান্সে উচ্ছ্বাসে ভেসে গিয়েছেন বাংলা পক্ষের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়। প্রথমার্ধের খেলা দেখেই তিনি বলেন, 'ফুটবল হল পুরুষ𝐆দের খেলা। কোনও প্যাড বা হেলমেট নেই। ভীতুদের খেলা নয়। ভারতের বৃহত্তম ফুটবল চ্যাম্পিয়নশিপ সন্তোষ ট্রফি চলছে।' আর ম্যাচ শেষ হওয়ার পরে ‘জয় বাংলা’ স্লোগান দেন বাংলা পক্ষের সাধারণ সম্পাদক গর্গ।
বাংলার ফরোয়ার্ডদের মধ্যেই লড়াই!
সোমবার ম্যাচের শুরু থেকেই দাপট দেখাতে থাকেন সঞ্জয়ের ছেলেরা। অষ্টম মিনিটেই๊ উত্তরপ্রদেশের জালে বল জড়িয়ে দেন রবি। উত্তরপ্রদেশ সেই ধাক্কা কাটিয়ে ওঠার আগেই ১১ মিনিট এবং ১৭ মিনিটে আরও দুটি গোল করে ফেলেন মনোতোষ। অর্থাৎ ১৭ মিনিটে ৩-০ গোলে এগিয়ে যায় বাংলা।
তারপরও অবশ্য আত্মতুষ্টিতে ভোগেননি সঞ্জয়ের ছেলেরা। বরং আরও গোল তুলে নেওয়ার লক্ষ্যে ঝাঁপাতে থাকেন। ৩৩ মিনিটে বাংলার চতুর্থ গোল করেন রবি। চার মিনিট পরেই নিজের হ্যাটট্রিক সম্পূর্ণ করে ফেলেন মনোতোষ। দেখে মনে হচ্ছিল যে বাংলার দুই ফরোয়ার্ড যেন নিজেদের মধ্যে গোলের লড়াইয়ে মেতে🔯ছেন। আর সেই লড়াইয়ের ফলস্বরূপ প্রথমার্ধের শেষে ৫-০ গোলে এগিয়ে থাকে বাংলা।
দ্বিতীয়ার্ধে ৩৪ মিনিট গোল খায়নি উত্তরপ্রদেশ!
দ্বিতীয়ার্ধেও বাংলার গোলের ধারা অব্যাহত থাকে। দ্বিতীয়ার্ধের তিন মিনিটেই নিজের হ্যাটট্রিক সম্পূর্ণ করে ফেলেন রবি। ৪৮ মিনিটেই হাফ-ডজন গোল খেয়ে আরও লজ্জার আশঙ্কায় ভুগতে থাকে উত্তরপ্রদেশ। তবে পরের ꧃৩৪ মিনিট আর নিজেদের জালে বল ঢুকতে দেয়নি।
আরও পড়ুন: Mohun Bagan- ‘ISL 💟জিতে AFC-তে গিয়ে দেখিয়ে দিতে চাই ভারতেও শক্তি🅠শালী দল আছে’… হুঙ্কার বাগান কোচের…
উত্তরপ্রদেশের সেই প্রতিরোধ ভেঙে পড়ে ৮৩ মিনিটে। খেলা শেষ হওয়ার নির্ধারিত সময়ের সাত মিনি🐟টের আগে বাংলার হয়ে সপ্তম গোল করেন রবি। যা তাঁর চতুর্থ গোল। শেষপর্যন্ত ৭-০ ব্যবধানে𒈔ই শেষ হয় বাংলা। যে ব্যবধানটা আরও বাড়তে পারত। সেটা না হলেও পরপর দুটি ম্যাচে জিতে গ্রুপের শীর্ষে চলে গেল বাংলা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।