শুভব্রত মুখার্জি: ৭৭ তম সন্তোষ ট্রফির মূলপর্বের গ্রুপবিন্যাস ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। গতবারের রানার্স আপ বাংলার জন্য রয়🅷েছে বেশ কঠিন চ্যালেঞ্জ। বেশ কঠিন গ্রুপেই পড়তে হয়েছে বাংলাকে। ২০২৩-২৪ মরশুমের সন্তোষ ট্রফির মূলপর্বের আসর অনুষ্ঠিত হবে অরুণাচল প্রদেশে। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন অর্থাৎ এআইএফএফের তরফে এই গ্রুপবিন্যাস প্রকাশ্যে আনা হয়েছে। এআইএফএফের তরফে জানানো হয়েছে ফাইনাল রাউন্ডের ম্যাচগুলোর চূড়ান্ত দিন ঘোষণা করা হবে। এআইএফএফের তরফে জানানো হয়েছে ৬ অক্টোবর থেকে ২০ ꩲঅক্টোবরের যে উইন্ডো সেই উইন্ডোতেই খেলা হবে গ্রুপ পর্বের ম্যাচ।
ছটি গ্রুপে ভাগ করা হয়েছে সন্তোষ ট্রফির মূলপর্বের ম্যাচ। ছয়টি গ্রুপের প্রতিটি গ্রুপের প্রতিটি ম্যাচ আয়োজন করবে এক একটি রাজ্য ফুটবল আ্যাসোসিয়েশন। এক একটি গ্রুপের ಌম্যাচ আয়োজনের দায়িত্ব পেয়েছে গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন,পঞ্জাব ফুটবল অ্যাসোসিয়েশন,সার্ভিসেস স্পোর্টস কন্ট্রোল বোর্ড এবং ওয়েস্টার্ন ইন্ডিয়া ফুটবল অ্যাসোসিয়েশন (মহারাষ্ট্র), অসম ফুটবল অ্যাসোসিয়েশন। ফাইনাল রাউন্ডের আয়োজক যেহেতু অরুণাচল প্রদেশ ফলে গ্রুপের খেলা তাদেরকে খেলতে হবে না।
আসুন একনজরে দেখে নেওয়া যাক সন্তোষ ট্রফির গ𓂃্রুপবিন্যাস:-
১) গ্রপ-এ (গোয়া):-
কেরল, গোয়𒐪া, ছত্তিশগড়, গুজরাট, অরুণাচল প্রদেশ, জম্মু এবং কাশ্মীর
২) গ্রপ-বি (পঞ্জাব ):-
পঞ্জাব, হরিয়ান💝া, ওড়িশা, দিল্লি,লাদাখ, পশ্চিমবঙ্গ
৩) গ্রুপ-সি (উত্তরপ্রদেশ):-
মণিপুর, ঝাড়খন্ড, তামিলনাড়ু, নাগাল্যান্𓄧ড, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ।
৪) গ্রুপ-ডি (আসাম) :-
রেলওয়েজ, বিহার, চন্ডিগড়, রাজস্থানဣ, আসাম, হিমাচল প্রꦰদেশ
৫) গ্রুপ -ই(সার্ভিসেস):-
সার্ভিসেস, উত্তরাখন্ড, মিজোরাম, পন্ডিচেরি, সিকিম, দাদরা এবং নগর হাভেলি, দমন এবং꧂ দিউ
৬) গ্রুপ-এফ (মহারাষ্ট্র):-
মহারাষ্ট্র, তেলেঙ্গানা, আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ, অন্ধ্রপ্রদেশ, লাক্ষাদ্বীপ, ত্রি🎶পুরা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।