১৯৮৬ সালে আর্জেন্তিনা যখন দ্বিতীয় বার বিশ্বকাপ জিতেছিল তখনও জন্ম হয়নি শাকিব আল হাসানের। তবে বড় হয়ে ওঠার সঙ্গে সঙ্গে মারাদোনা এবং আর্জেন্তিনার অন্ধভক্ত হয়ে উঠেছিলেন বাংলাদেশের অধিনায়ক। তাই ফুটবল ও আর্জেন্তিনাকে শাকিব কতটা ভালোবাসেন সেটা আবারও তাঁর ভক্তদের সামনে এল। মেসি ও আর্জেন্তিনাকে ভালোবাসার গভীরতা যে কতটা তা বোঝা গেল এদিন। অনুশীলনের আগে বাংলাদেশের ব্যাটিং কোচ জেমি সিডন্সের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিলেন শাকিব আল হাসান, তার হাতে একটি ফুটবল ছিল। ওয়ার🐼্মআপে ফুটবল খেলা বাংলাদেশ দলের জন্য নিয়মিত। একটু পরই ফুটবল খেলা শুরু করলেন শাকিবরা, সেই সময়ে বাংলাদেশ অধিনায়ক লিওনেল মেসির আর্জেন্তিনার ১০ নম্বর জার্সি পরেই মাঠে নামলেন।
আরও পড়ুন… চাপ না সহ্য করতে পারলে দোকান দাও, ডিম বেচো-ফের ক্রিকেটারদের উপহাসꦜ কপিলের
ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে প্রিয় আর্জেন্তিনার তৃতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের পর ঢাকার রাস্তায় উদ্যাপনও করতে🐈 দেখা গিয়েছিল শাকিবকে। আর্জেন্তিনার বড় সমর্থক বাংলাদেশ অধিনায়কের ফুটবল-জ্বর যেন এখনও কাটেনি। সতীর্থদের সঙ্গে শেরে বাংলায় কিছুক্ষণ ফুটবল খেলে অনুশীলন করেন শাকিব আল হাসান। এ সময়ই শরীরে মেসির ১০ নম্বর জার্সিটি পরে নেন তিনি। এ সময় মুশফিক, লিটন, সোহানদের সঙ্গে ফুটবল খেলায় অংশ নেন। এমনকি মেসির মত পেনাল্টি শট নিতেও দেখা যায় তাকে। বড় তারকা ও দর্শক নন্দিত শাকিব দেখালেন, তি💙নিও কম মেসিপ্রেমি নন। প্রিয় ফুটবলার ও প্রিয় দল তার কাছে অনেক বড়। তবে, ফুটবল খেলার বাইরে অনুশীলনের অন্য সময়ে শাকিবকে জাতীয় দলের প্র্যাকটিস জার্সি গায়েই দেখা গেছে মিরপুরে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।