ইস্টবেঙ্গলের প্রাক্তন তারকা মিডফিল্ডার লালরিন্দিকা রালতে মাত্র ২৯ বছর বয়সেই ফুটবল থেকে অবসর নিলেন। 🀅আর কোনও ধরনের ফুটবলই খেলবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন ডিকা। কলকাতার দুই দল ছাড়া এট🧸িকে, মুম্বই সিটি এফসি, নর্থইস্ট ইউনাইটেডের হয়ে হিরো আইএসএলে খেলেন তিনি।
মিজো এই ফুটবলার শনিবার নিজের ইনস্টাগ্রামে একটি হৃ𓃲দয়স্পর্শী ভিডিয়োর মাধ্যমে ༒অবসরের কথা ঘোষণা করেন। সেই ভিডিয়ো জুড়ে শুধুই আবেগ ঝড়ে পড়েছে।
দীর্ঘ ১১ বছরের ফুটবল জীবন🔜টা তাঁর শুরু হয়েছিল চার্চিল ব্রাদার্সে। তবে ইস্টবেঙ্গলে এসে🦩 সবচেয়ে বেশি সাফল্য পান ডিকা। ২০১২ সালে ইস্টবেঙ্গলে যোগ দেওয়ার পর থেকে প্রায় একটানা খেলে গিয়েছেন রালতে। মাঝে লোনে আইএসএলের নানা ক্লাব, যেমন মুম্বই সিটি এফসি, এটিকে, নর্থইস্ট ইউনাইটেডে খেলেছেন রালতে। ২০১৬-য় হিরো আইএসএল-এর দ্বিতীয় খেতাব জিততে এটিকে-কে সাহায্য করেছিলেন মিজো ফুটবলার। সে বছর এটিকে দলের কোচ ছিলেন হোসে মলিনা।
ডিকা বলেছেন, ‘ফুট📖বলকে নিজের সব কিছু দিয়ে✅ছি এবং এই ফুটবলই আমাকে পরিচিতি দিয়েছে। এ বার আমি আমার পেশাদার ফুটবল জীবনের প্রথম অধ্যায় শেষ করার সিদ্ধান্ত নিয়েছি এবং পরবর্তী অধ্যায় শুরু করার কথা ভাবছি।’
সম্ভবত কোভিড পরিস্থিতিতে ফুটবল জীবন চালিয়ে যাওয়া ক্রমশ কঠিন হয়ে ওঠার কারণেই মাত্র ২৯ বছর বয়সে অবসরের সিদ্ধান্ত নিলেন তিনি। এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, ‘প্রথমে ভেবেছিলাম, যতদিন পারি খেলে যাব। কিন্তু কোভিড পরিস্থিতিতে ফুটবলাররা জৈব সুরক্ষা বলয়ের মধ🐟্যে বন্দী হয়ে খেলতে বাধ্য হচ🐼্ছে, কোনও সমর্থক ছাড়াই। আগের মতো অভিজ্ঞতা হয়নি তখন। কোচেরাও আমাকে খেলা চালিয়ে যেতে বলেছিলেন।’
তিনি আরও বলেন,🦹 ‘আমার বাবার দু-বার কোভিড হয়েছিল। আমার নিজেরও দুই সন্তান রয়༒েছে। তাই পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে সিদ্ধান্তটা নিলাম। কোভিড পরিস্থিতি খুব তাড়াতাড়ি শেষ হবে বলে মনে হচ্ছে না।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।