প্রেসিডেন্টের 🔴নাম নিয়ে কবে থেকে জল্পনা-কল্পনা। কত নাটক। ঝামেলা। সবটাই সম্ভবত লোক দেখানো। কারণ প্রেসিডেন্টের পদের জন্য সেই স্বপনসাধন ব🔥সুকেই বেছে নেওয়া হল। যেমনটা বরাবর হয়ে আসছে। মাঝে কিছু দিন এঁর তাঁর নাম নিয়ে চলল নাটকের পর নাটক।
বুধবার দুপুরে সবুজ-মেরুন ক্লাব তাঁবুতে কার্যকারী সমিতির একটি বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেই বৈঠক শেষ হওয়ার পর বাগানের নতুন সভাপতি হিসেবে আরꦆও একবার স্বপন সাধন বসু তথা টুটু ব🍷সুর নামই ঘোষণা করা হয়। বলা যেতেই পারে, বসু পরিবারের মুঠোতেই থাকল সবুজ-মেরুনের কর্তৃত্ব।
মাঝে হঠাৎ করেই টুটু বসুর ছেলে সৃঞ্জয় বসু সচিব ꦅপদ থেকে সরে দাঁড়ান। এমনকী বসু পরিবার যেন কিছুটা দূরত্ব বজায় রাখতে শুরু করেছিল মোহনবাগানের থ💫েকে। কিন্তু টুটু বসু ফের প্রেসিডেন্ট হওয়ায়, সব নাটকের যবনিকা পতন হল।
সাংবাদিক বৈঠকে মোহনবাগানের সচিব দেবাশিস দত্ত বলেন, ‘ক্লাবের সভাপতি পদে এখন টুটুবাবুই থাকছেন। সেই সঙ্গে আরও একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে♈। মোহনবাগানের সভাপতি থাকতে হলে ২০ বছরের সদস্যপদ থাকতে হয়। সেটা আগামী দিনে কিছুটা শিথিল করে ১৫ বছর করা হবে।’
সেইসঙ্গে তিনি যোগ করেছেন, ‘টুটুবাবুর শরীর একেবারে ভালো নয়। তা ছাড়া ত൩িনি বেশির ভাগ সময় দুবাইয়ে থাকেন। সে সব ভেবেই আগামী দিনে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে আপাতত সভাপতি পদে টুটুবাবুই থাকছেন।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।