গত কয়েক সপ্তাহ আগ🅷েই হকি ম্যাচকে কেন্দ্র করে ঝামেলা দেখা দেয় কলকাতা ময়দানে। সেইবার নাম জড়িয়েছিল ইস্টবেঙ্গলের। হকির ডার্বিতে হাতাহাতিও হয়। বেশ কিছু সমর্থক এবং সাংবাদিক আক্রান্ত হন। ঝামেলায় জড়িয়ে পড়েন দুই দলের কর্তারাও। এরপর ইস্টবেঙ্গল তাঁবুতে হকির ম্যাচে ফের ঝামেলা হয়। এবার ফের একই ঘটনা ঘটল ময়দানে। শুক্রবার প্রথমে ঝামেলা পꦕরে তা হাতাহাতিতে পরিণত হল। তবে এবার হকি নয়। ফুটবলের ম্যাচে হাতাহাতিতে নাম জড়াল ইস্টবেঙ্গলের।
ঘটনার সূত্রপাত শুক্রবার যুব লিগে ইস্টবেঙ্গল বনাম নিউ আলিপুর সুরুচি সংঘের ম্যাচে একটি ট্যাকলকে কেন্দ্র করে। বিবাদ দ্রুত পরিণত হয় হাতাহা꧅তিতে। এই ঘটনার জেরে অনেকক্ষণ বন্ধ থাকে খেলা। উল্লেখ্য, সুরুচি সংঘ রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের ক্লাব। সেই ক্লাবের বিরুদ্ধে হাতাহাতিতে জড়িয়ে পড়ে ইস্টবেঙ্গলের ফুটবলাররা। প্রথমার্ধের পর আটজনে খেলতে হয় ইস্টবেঙ্গলকে। তবে ম্যাচটি জিতেছে লাল-হলুদ বাহিনী। তারা ৪-১ হারায় সুরুচি সংঘকে। প্রথমার্ধে ইস্টবেঙ্গলের সৌরভ বিশ্বাস জোড়া গোল করেন। মহম্মদ রোশল এবং তুহিন দাস বাকি দুটি গোল করেন।
ইস্টবেঙ্গল এবং সুরুচি সংঘের এই ম্য♛াচে মোট চারটি লাল কার্ড দেখান রেফারি। প্রথমার্ধের ট্যাকলের পর দেখা যায় ইস্টবেঙ্গলের গোলকিপার উঠে এসে মারছেন সুরুচি সংঘের এক ফুটবলারকে। রেফারি থামানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। দুই দলের ফুটবলারদের ঝামেলা কমানোর চেষ্টা কর꧒েন রেফারি। কিন্তু তাতে লাভের লাভ কিছু হয়নি। বাধ্য হয়েই তারপর লালকার্ড দেখান রেফারি। ইস্টবেঙ্গলের জেসিন, নসিব এবং আদিত্যকে কার্ড দেখানো। সুরুচি সংঘের একজন ফুটবলারকেও লাল কার্ড দেখানো হয় এই ম্যাচে। পরিস্থিতি বেশ জটিল হয়ে যায়।
অন্൲যদিকে এদি🍒ন অন্য ম্যাচে মুখোমুখি হয় মোহনবাগান এবং ওড়িশা এফসি। আর এই ম্যাচে মোহনবাগান ২-০ গোলে হারায় ওড়িশাকে। সবুজ মেরুনের হয়ে গোল করেন এংসন সিং এবং সুহেল ভাট। অপর প্রধান মহামেডান স্পোর্টিং ও ২-০ ব্যবধানে হারিয়েছে ইউনাইটেড স্পোর্টসকে। মহামেডানের হয়ে জোড়া গোল করেন উইলিয়াম।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।