চলতি আইএসএলে দাপট অব্যাহত রেখেছে মুম্বই সিটি এফসি। মঙ্গলবার তারা হারাল নর্থইস্ট ইউনাইটেড এফসিকে ৪-১ গোলে। সৌজন্যে দলের তারকা স্ট্রাইকার বিক্রম প্রতাপ সিংয়ের দুর্দান্ত হ্যাটট্রিক। এই জয়ের জেরে ফের পয়েন্ট টেবিলে শীর্ষস্থানে চলে এলো তারা। তাদের মোট সংগ্রহ ১৯ ম্যাচে ৩৯ পয়েন্ট। পাশাপাশি, অনেকটাই চাপে পড়ে গেল নর্থইস্ট ইউনাইটেড। এই মুহূর্তে জুয়ান পেড্রোর ছেলেরা রয়েছে নবম স্থানে। ১৯ ম্যাচ খেলে তারা অর্জন করতে পেরেছে মাত্র ২০ পয়েন্ট। যদিও এখনও প্লে-অফ খেলার একটি সম্ভাবনা রয়েছে তাদের কাছে। এদিন পুরোপুরি ছন্দহীন দেখায় তাদের। মুম্বইয়ের লাগাতার আক্রমণ রীতিমত চাপ বাড়ায় তাদের রক্ষণভাগের উপর। নিজেদের ঘরের মাঠে এই বড় জয♍় দেখে রীতিমতো হাসিমুখে স্টেডিয়াম ছাড়ে মুম্বইয়ের সমর্থকেরা।
মঙ্গলবার, অর্থাৎ ১২ মার্চ, মুম্বই ফুটবল এরিনাতে মুখোমুখি হয় দুই দল। এদিন সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রথমার্ধ পুরোপুরি যায় মুম্বইয়ের নামে। বলা যায় যে ম্যাচের ফলাফল কী হবে তা প্রথমার্ধই স্পষ্ট হয়ে যায়। দ্বিতীয়ার্ধে তবু কিছুটা🐬 লড়াই করে নর্থইস্ট ইউনাইটেড। তবে আপ্রাণ চেষ্টা করার পরেও সবক্ষেত্রে ভেদ করতে পারেনি মুম্বইয়ের রক্ষণভাগ। একটি মাত্র গোল ⛄করে তারা।
প্রথমার্ধ শুরুর ১০ মিনিটের মাথাতেই দুই গোলে এগিয়ে যায় মুম্বই সিটি। দুটি গোলই করেন বিক্রম প্রতাপ সিং। পরের গোলটি আসে প্রথমার্ধ শেষের অতিরিক্ত সময়ে। পেনাল্টি থেকে গোল করে দলকে ৩-০তে এগিয়ে দেয় ভ্যান নিফ। দ্বিতীয়ার্ধের শুরুতে কিছুটা আক্রমণ করতে দেখা যায় নর্থইস্ট ইউনাইটেডকে। তবে তারা প্রথম গোলটি পায় ৭৯ মিনিটের মাথায় সুব্রানের মাধ্যমে। তার এক মিনিট বাদেই নিজের তৃতীয় গোলটি করে হ্যাটট্রিক করেন বিক্রম প্রতাপ সিং। সবমিলিয়ে, একেবারে দাপটের সঙ্গে ম্যাচ নিজেদের ঝুলিতে তুলল পিটার ক্র্যাটকির ছেলেরা। তবে এদিন লাল কার্ড দেখানো হয় নর্থইস্ট 🍃ইউনাইটেডের তরুণ স্ট্রাইকার পার্থিব গগৈকে।
এদিন ম্যাচ শেষে বিক্রম প্রতাপ সিংহকে প্রশ্ন করা হয় দল🙈ের জয় ও নিজের পারফরম্যান্স প্রসঙ্গে। সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন যে যতগুলি গোল তিনি করেছেন এবং করবেন সবকটি তিনি উৎসর্গ করবেন নিজের বাবাকে। অন্যদিকে ম্যাচ শেষে সাংবাদিক সম𒆙্মেলনে কোচ পিটার ক্র্যাটকিও দাবি করেছেন তিনি দলের পারফরম্যান্স সন্তুষ্ট।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।