ভারতীয় ক্রিকেটের আইকন বিরাট কোহলি, ভারতীয় ফুটবলের আইকন সুনীল ছেত্রী। গত এক দশকের বেশি সময় ধরেই ভারতীয় যুবদের মধ্যে এই দুই তারকার প্রতি বিপুল জনপ্রিয়তা রয়েছে। হয়ত ক্রিকেটের মতো ভারতে অতটাও গুরুত্ব পায়না ফুটবল, সেই কারণে ফ্যান ফলোয়িং কম হতে পারে সুনীলের। কিন্তু দুজনেই নিজের কাজটা বিগত এক দশকের বেশ🌳ি সময় ধরে ভালোভাবেই করে আসছেন, তা হল দেশকে গর্বিত করা। ক্রিকেটে বিরাট কোহলি একদিনের ফরম্যাটে সর্বোচ্চ শতরানের মালিক, তেমনই আন্তর্জাতিক ফুটবলে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ গোলের মালিক সুনীল। আরও মজাদার তথ্য হল, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, আলি দাই, লিওনেল মেসির পরই বিশ্বফুটবলে আন্তর্জাতিক গোলের নিরিখে চতুর্থ স্থানে রয়েছেন সুনীল। অতীতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অনুশীলনে দেখা গেছিল ভারতীয় ফুটবলের পোস্টার বয়কে। সেখানে কোহলির সঙ্গে দিয়েছিলেন জমিয়ে আড্ডা। এবার তাঁর বিদায়লগ্নে বার্তা দিলেন বিরাট কোহলি। ভাই হিসেবে সুনীলকে স্নেহের ডাক দিলেন কোহলি।
আরও পড়ুন-'সচিন-��লারাকে দেখেই বড় হয়েছি', আক্রমের সুইংয়ে মুꦆগ্ধ উসেইন বোল্ট, সার্টিফিকেট বিরাটকেও
সুনীল ছেত্রীর অবসরের খবর আসার পর থেকেই অপেক্ষা ছিল বিরাট কোহলির প্রতিক্রিয়ার, কারণ দুই তারকা সুসম্পর্ক। কয়েক ঘন্টꦫার মধ্যেই ভারতের ফুটবল অধিনায়ক সুনীলকে বার্তা দিলেন কোহলি। সুনীলের পোস্ট করা অবসরের ভিডিয়োতে বিরাট কোহলি লিখলেন, ‘ মাই ব্রাদার, প্রাউড’, অর্থাৎ আমার ভাই, তোমার জন্য গর্বিত বোধ করছি। এই লেখার সঙ্গেই একটি হৃদয়ের ইমোজি দিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। সুনীলের প্রতি তাঁর স্নেহ বোঝাতেই বিরাট দিলেꦦন এমন বার্তা।
আরও পড়ুন-'সুনীলকে🍎 ছাড়া ভা🍌রতীয় ফুটবল ভাবতেই পারছি না,দেশের জন্য ওকে ফিরতে হবে',বললেন জেজে
শুধু বিরাট নন, সুনীলের অবসর ঘোষণার পর তাঁকে শুভেচ্ছা জানিয়েছে এআইএফএফ-বিসিসিআইসহ, বর্তমান ফুটবলারার। এআইএফএফ তাঁদের 🌳সোশাল নেটওয়ার্কিং সাইটে লিখেছে, ‘ মাঠ এবং মাঠের বাইরে তোমার অবদান চিরক꧅াল মনে থাকবে। তুমি আমাদের উদ্বুদ্ধ করেছ। তোমার অসাধারণ নেতৃত্ব, দায়বদ্ধতা এবং ভালোবাসার জন্য ধন্যবাদ’।
জাতীয় দলে সুনীলের সতীর্থ তথা বেঙ্গালুরু এফসিতে তাঁর দীর্ঘদিনের সতীর্থ গুরপ্রীত সিং সান্ধু লিখেছেন, ' এই দিনটা কখনও দেখতে চ🎀াইনি। তোমার সিদ্ধান্ত বদল করতে পা𓃲রলে ভালো হত, কিন্তু আমি এই সিদ্ধান্তের কারণ জানি। ৬জুন গোটা ভারতের উচিত তোমার অবসর উদযাপন করা। তুমি আমার অধিনায়ক, তোমার এই ভালোবাসা প্রাপ্য।
ভারতীয় ক্রিকেট বোর্ডও সুনীলের বিদায়বেলায় পোস্ট করে লিখেছে,' তোমার কেরিয়ার অ﷽সাধারণ। কারোর থেকে তোমার সাফল্য কম নয়। ভারতীয় ফুটবল এবং ভারতীয় ক্রীড়াক্ষেত্রে তুমি একজন অসাধারণ আইকন'।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।