আইএসএলের ফাইনালে খেলতে নামছে এটিকে মোহনবাগান। এর আগে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে স্বপ্নভঙ্গ হয়েছিল তাদের। ব্য﷽ক্তিগতভাবে চতুর্থবার আইএসএলের ফাইনাল খেলতে নামবেন প্রীতম কোটাল। আগে তিনটির মধ্যে দুটিতে ট্রফি নিয়ে মাঠ ছেড়েছিলেন তিনি। সেই দুঃখ মুছতে মরিয়া হয়ে ঝাঁপাবেন উত্তরপাড়ার ছেলে।
ম্যাচের আগে বাগান অধিনায়ক প্রীতম সাংবাদিক সম্মেলনে বলেন, ‘এর আগে তিনটি🌠 ফাইনাল ম্যাচ খেলে দুটিতে ট্রফি নিয়ে বাড়ি নিয়ে যেতে পেরেছি। এটা আমার চাতুর্থ ফাইনাল ম্যাচ। তিন নম্বর ট্রফিটা ঘরে নিয়ে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করব।’ আজ শনিবার সন্ধ্যায় গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে আইএসএলের ফাইনালে মুখোমুখি হবে বেঙ্গালুরু এফসি এবং এটিকে মোহনবাগান।
আইএসএলে ১৪২টি ম্যাচ খেলেছেন সবুজ-মেরুন অধিনায়ক। তাঁর মতে, সবুজ-মেরুন দলের যা শক্তি, সেই মতো খেলা পরিচালনা করতে পারলে তারাই চ্যাম্পিয়ন হবে। প্রীতমౠ বলেছেন, ‘এই ফাইনাল ম্যাচটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। দুটো যোগ্য দল ফাইনালে উঠেছে। খেলাটা পুরো জমে যাবে। মাঠে নেমে নিজেদের ১০০ শতাংশ উজাড় করে দেব। ফাইনালে যখন উঠেছি ট্রফি নিয়েই কলকাতায় ফেরার চেষ্টাতে খামতি থাকবে না। আমাদের দলের যা শক্তি, সেই অনুযায়ী যদি মাঠে আমরা খেলতে পারি তাহলে চ্যাম্পিয়ন আমরাই হব।’
প্রথমবার আই♓এসএল খেলতে নেমে ফাইনালে জায়গা করে নেয় এটিকে মোহনবাগান। কিন্তু ট্রফি নিয়ে ঘরে ফিরতে পারেনি। ১-১ ম্যাচ ড্র হওয়ার পর অতিরিক্তꦇ সময়ের মুম্বইয়ের হয়ে গোল করেন বিপিন সিং। এইবার তা হতে দেবেন না বলে আশাবাদী প্রীতমরা। এইরকমই সংকল্প নিয়ে মাঠে নামতে চলেছেন তাঁরা।
গতবারের ফাইনালের তুলনায় এইবার মোহনবাগানের রক﷽্ষণ বেশ জমাট এবং গোছানো বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অধিনায়ক প্রীতম বলেন, ‘ফাইনালে নামার আগে আমরা যেভাবে আমাদের রক্ষণকে গুছিয়ে রেখেছি, আশা করি এই ম্যাচেও বিপক্ষে ফুটবলারদের আটকে দিতে পারব। গোলের সামনে দাঁড়িয়ে বিশাল যেভাবে আমাদের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করে তা সত্যিই প্রশংসনীয়। এই ম্যাচে গোল না খেলে ও রেকর্ড তৈরি করবে। ডিফেন্ডার হিসেবে আমরাও ওকে সাহায্য করতে প্রস্তুত।’
অন্যদিকে বেঙ্গালুরুতে সুনীল ছেত্রী, রয় কৃষ্ণ, সন্দেশের মতো ফুটবলাররা রয়েছেন। সেই বিষয়ে অধিনায়ক বলেন, ‘ওরাও চাইবে ওদের দলের জন্য সেরাটা দিতে, আমরাও তা-ই চাইব। খেলা শেষ হয়ে ♈গেলে মাঠের বাইরে সবাই আমার বন্ধু।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।