ভারতসেরা হওয়ার মোহনবাগানকে বিশ্বসেরা হওয়ার স্বপ্ন দেখালেন মুখ্যমন্ত্রী মমত🌳া বন্দ্যোপাধ্যায়। সোমবার গঙ্গাপারের ক্লাব তাঁবুতে দাঁড়িয়ে দু'চোখ ভরা স্বপ্ন দেখিয়ে মুখ্যমন্ত্রী প্রশ্ন করেন, মোহনবাগান কেন ব্রাজিল, পোল্যান্ড বা ইতালির সঙ্গে খেলবে না? মোহনবাগানকে বিশ্বসেরা হতে হবে। সেই কাজটা যে মোহনবাগান করতে পারবে, তা নিয়ে অত্যন্ত আত্মবিশ্বাসী শোনায় মমতাকে। সেইসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি বিশ্꧙বকাপ আনতে চাই আপনাদের মধ্যে দিয়ে।’
মোহনবাগান তাঁবুতে মমতা বলেন, ‘আমরা কথায়-কথায় বলি যে হোয়্যাট বেঙ্গল থিঙ্কস টু'ড𒊎ে, ইন্ডিয়া থিঙ্কস টুমরো। মোহনবাগান এই পথটাই আমাদের দেখিয়েছে। সব খেলার সেরা বাংলার এই ফুটবল, প্রমাণ করে দিয়েছে এই মোহনবাগান ক্লাব। আজ আপনারা শুধু একটা মোহনবাগান ক্লাবের মধ্যে সীমাবদ্ধ নন। এটা সারাদেশের মধ্যে আপনারা জিতেছেন। আপনারা ভারতসেরা হয়েছেন। আমি চাই, আগামিদিনে আপনারা বিশ্বসেরা হন।'
আরও পড়ুন: পরের মরশ🎐ুমে মোহনবাগানের কোচ কে? ISL জিতে শহরে ফিরতেই সঞ্জীব গোয়েঙ্কাꦰর বড় ঘোষণা
আইএসএল জয়ের পর ‘সমর্থকদের মিষ্টি খাওয়ার জন্য এবং ক্লাবের উন্নয়নের জন্য’ মোহনবাগানকে আরও ৫০ লাখ টাকার আর্থিক অনুদান প্রদানের মধ্যেই মমতা 𝕴বলেন, 'একদিন মোহনবাগান কেন ব্রাজিলের সঙ্গে খেলবে না? একদিন মোহনবাগান কেন পোল্যান্ডের সঙ্গে খেলবে না? একদিন মোহনবাগান কেন ইতালির সঙ্গে খেলবে না? খেলতে হবে। সঙ্গে বিশ্বজয় করতে হবে। বাংলাকে অবহেলা করলে হবে না। বাংলা পারে করতে। বাংলা করে দেখাতে পারে। বাংলা জয় করতে পারে। আগামিদিনে আপনারা জয় করবেন। বিশ্বজয় করবেন। সেদিন মনে রাখবেন, আমি এই ছোট্ট কথাটা বলে গিয়েছিলাম। তার কারণ আমি মনে করি, সারা পৃথিবী একদিন আপনাদের দরজায় আসবে। আমাদের ওয়েলকাম করতে (আসবে)।’
শুধু মোহনবাগান নয়, পুরো দেশকেই সোমবার স্বপ্ন দেখান মুখ্যমন্ত্রী। যে স্বপ্নটা নিজেদের জীবনকালে একবার অত্যন্ত পূরণ হওয়ার আশায় আছেন আপামর ভারতাবাসী। মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি মনে করি, খেলা হয়েছে। আবার খেলা হবে। আব✱ার জিততে হবে। আবার জিততে হ𝓰বে। আবার জিততে হবে। বিশ্বজয় করতে হবে। আমি বিশ্বকাপ নিয়ে আসতে চাই। আমি বিশ্বকাপ নিয়ে আসতে চাই। আমি বিশ্বকাপ নিয়ে আসতে চাই আপনাদের মধ্যে দিয়ে।’ সঙ্গে তিনি বলেন, ‘আপনারা বাংলার মুখ উজ্জ্বল করেছেন। আপনারা বাংলার ধ্রুবতারা।’
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক )
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।